Connect with us

Cricket News

Harbhajan Singh: অশ্বিনের আশা ত্যাগ করে ‘কুলচা’ জুটিতে ফিরুক ভারত! মন্তব্য হরভজন সিংয়ের

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতের লজ্জাজনক পরাজয় ইতিমধ্যে ভারতীয় দলকে একাধিক প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। কি কি কারনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তারকা সজ্জিত দলের এমন করুণ পরিণতি হলো সেই বিষয়ে ভেবে দেখার সময় এসেছে বলে মনে করছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা। এমন অবস্থায় ভারতের প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মন্তব্য প্রকাশ করছেন। সেই সুরে সুর মিলিয়ে ভারতের সদ্য প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং নিজের মন্তব্য পেশ করেছেন। এক ক্রিকেট সম্পর্কিত ওয়েবসাইটে এই প্রসঙ্গে বলতে গিয়ে হরভজন সিং বলেন,”ভারতের এখন উচিত রবীচন্দ্রন অশ্বিনের আশা ত্যাগ করে ‘কুলচা’ জুটিকে আবার ফিরিয়ে নিয়ে আসা।”

রবীচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জুটি বাঁধলেন তেমন সাফল্য পাননি কেউ। রবীচন্দ্রন অশ্বিন প্রথম দুটি ওয়ানডে ম্যাচ খেলে মাত্র একটি উইকেট দখল করেন। তাছাড়া অশ্বিনের সাথে যোগসুত্র তৈরি করতে পারছিলেন না যুজবেন্দ্র চাহাল। হরভজন সিং বলেন,”রবীচন্দ্রন অশ্বিন ভারতের জন্য চাম্পিয়ান বোলার। তার প্রতি সম্মান রেখেই বলছি, ওডিআই ক্রিকেটে কুলদীপ এবং চাহাল জুটির দিকে ফিরে তাকানোর সময় এসেছে। মহেন্দ্র সিং ধোনির সময় এই জুটি বিরোধী দলের জন্য ত্রাস হয়ে দাঁড়িয়েছিল। তাই আমার মনে হয় এই দুই জুটিকে প্রত্যাবর্তনের সময় এসেছে।”

উল্লেখ্য, কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালকে একত্রে ‘কুলচা’ জুটি হিসেবে ডাকা হয়। এক সময় ওডিআই ক্রিকেটে ভারতীয় দলের জন্য এই দুই স্পিনার বিরোধীদলের ঘুম কেড়েছেন। তবে মহেন্দ্র সিং ধোনির অবসরের পর এই দুই বোলারকে আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা সুযোগ দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বর্তমানে ভারতীয় দলের করুণ অবস্থা দেখে সেই জুটিকে ফিরিয়ে আনার প্রয়োজন মনে করছেন হরভজন সিং। তার মতে, এই দুই বোলারকে অন্তত দুটি-তিনটি ম্যাচে সুযোগ দেওয়া হোক নিজেদের প্রমাণ করার জন্য। যদি সেখানে এই জুটি ব্যর্থ হয় তাহলে তার বিকল্প খোঁজা উচিত ভারতীয় দলকে।

Advertisement

#Trending

More in Cricket News