Connect with us

Cric Gossip

Indian cricketer: কিংবদন্তি ৫ ভারতীয় ক্রিকেটার, যারা নিঃশব্দে ক্রিকেট জগতকে বিদায় জানিয়েছেন!!

Advertisement

ক্রিকেটের ইতিহাসে ভারতীয় ক্রিকেটে একের পর এক তারকা ক্রিকেটারের আবির্ভাব ঘটেছে। ক্রিকেটের বিভিন্ন দিকে একের পর এক রেকর্ড গড়েছেন নিজেদের নামে। এত সব কৃতিত্ব অর্জনের পরেও আন্তর্জাতিক ক্রিকেটকে নীরবে বিদায় জানিয়েছেন তারা। ঢাকঢোল পিটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সৌভাগ্য সবার কপালে হয় না সেটাই তার প্রমাণ। শচীন টেন্ডুলকার নিজের ক্রিকেট জীবনের শেষ ম্যাচটি অত্যন্ত ঘটা করে খেলার সৌভাগ্য অর্জন করেছিলেন। তবে ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন অনেক কিংবদন্তি ক্রিকেটার রয়েছেন, যারা নিরবে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। চলুন আজ এমন পাঁচজন বিশ্বকাপজয়ী ক্রিকেটার সম্পর্কে জেনে নেওয়া যাক-

৫. হরভজন সিং: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চলতি বছরের প্রথমেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি স্পিনার হরভজন সিং। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন তিনি। ক্রিকেটের সমস্ত ফরমেট মিলিয়ে তার অধীনে রয়েছে প্রায় ৭০০+ উইকেট। ক্যারিয়ারের শেষ ম্যাচটি দেশের জার্সিতে খেলার ইচ্ছায় প্রায় তিন বছর অপেক্ষা করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।

৪. যুবরাজ সিং: ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন অলরাউন্ডার যুবরাজ সিং। ভারতের দুটি বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে যুবরাজ সিংয়ের ভূমিকা ছিল অনন্য। দুটি বিশ্বকাপে ‘ম্যান অব দ্যা সিরিজ’ নির্বাচিত হয়েছিলেন যুবরাজ সিং। তবে নিজের ক্রিকেট জীবনের শেষ ম্যাচটি ভারতের জার্সিতে খেলার সৌভাগ্য হয়নি তার। সূত্রের খবর, ক্যান্সার জয়ী যুবরাজ সিং আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রচেষ্টা করছেন।

৩. গৌতম গম্ভীর: ২০১১ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে যখন শ্রীলংকার বিরুদ্ধে ভারতের পরাজয় প্রায় নিশ্চিত তখন ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে আশার আলো প্রজ্বলিত করেন গৌতম গম্ভীর। ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের অনেকটা কাছে এনে দেন কিংবদন্তি ক্রিকেটার গৌতম গম্ভীর। তবে নিজের বিদায়ী ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি এই কিংবদন্তীর।

২. সুরেশ রায়না: ভারতীয় ক্রিকেটের ইতিহাস যতদিন থাকবে ততদিন সুরেশ রায়না এবং মহেন্দ্র সিং ধোনির বন্ধুত্বের কথা অমর থাকবে। কিংবদন্তি বাঁহাতি অলরাউন্ডার সুরেশ রায়না ভারতীয় প্রথম ব্যাটসম্যান, যিনি ক্রিকেটের তিন ফরমেটে শতরান করার গৌরব অর্জন করেছেন। মহেন্দ্র সিং ধোনির অবসরের কথা শুনে আন্তর্জাতিক ক্রিকেটকে সাথে সাথে বিদায় জানিয়ে দেন কিংবদন্তি এই অলরাউন্ডার।

১. মহেন্দ্র সিং ধোনি: ক্রিকেট বিশ্বের একমাত্র অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যিনি আইসিসি আয়োজিত সবকটি টুর্নামেন্টের ট্রফি ঘরে তুলেছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মহেন্দ্র সিং ধোনির ৯১ রানের বিধ্বংসী ইনিংস ভারতকে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিল। তবে ২০১৯ সালে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হওয়ার পর ক্রিকেটকে বিদায় জানান এই কিংবদন্তি।

Advertisement

#Trending

More in Cric Gossip