Connect with us

Cric Gossip

Virat-Sourav: ‘সবাই মিলে সৌরভকে বের করে দেব’, রাগে বলেই ফেললেন বিরাট অনুগামীরা

Advertisement

ভারতীয় দলে দিনের পর দিন যেন বিরাট কোহলির গুরুত্ব কমেই চলেছে। অথচ পৃথিবীর অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। তার এমন করুণ পরিস্থিতির জন্য কোহলি ভক্তের এক অংশ দায়ী করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে। উল্লেখ্য, গত বুধবার এক প্রকার জোর করে ওডিআই ক্রিকেটের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। যদিও বিরাটকে অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার জন্য নাকি বিসিসিআই ৪৮ ঘন্টা সময় প্রদান করেছিল। কিন্তু সেখানে কোনো রকম প্রতিক্রিয়া দেখাননি বিরাট কোহলি।

তাই বিসিসিআইয়ের নির্বাচকমণ্ডলীদের ইচ্ছা অনুসারে টি-টোয়েন্টি ক্রিকেটের পাশাপাশি ওডিআই ক্রিকেটেও অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। আর এখানেই যত বিপত্তি শুরু। হঠাৎ বিরাট কোহলিকে অধিনায়ক পদ থেকে সরানোর জন্য তার অনুগামীরা রাগে রীতিমতো চড়াও হয়েছে বিসিসিআই এর উপর। কারণ ভারতীয় ক্রিকেট ইতিহাসে বিরাট কোহলি ম্যাচ নিরিখে সবচেয়ে সফলতম অধিনায়ক। তাহলে ঠিক কেন তাকে লজ্জাজনকভাবে অধিনায়ক পদ থেকে সরানো হলো সেটাই বিরাট প্রেমীদের প্রশ্ন। বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানোর পর সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে অ্যাক্টিভ দেখা যায়নি এই কিংবদন্তি ক্রিকেটারকে।

বিরাট কোহলির এক অনুগামী রীতিমতো এও বলে বসেছেন মে,”আপনি চিন্তা করবেন না, সবাই মিলে আমরা সৌরভ গঙ্গুলিকে সরিয়ে দেবো”। অর্থাৎ বিরাটের অধিনায়কত্ব যাওয়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলী। যদিও তিনি সংবাদ মাধ্যমে জানান, টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব করার জন্য বিরাট কোহলিকে অনুরোধ করা হয়েছিল। তখন তিনি আমাদের কথা রাখেননি। এদিকে সাদা বলে দুই ধরনের অধিনায়ক রাখতে নারাজ নির্বাচকমণ্ডলী। তাই একরকম বাধ্য হয়েই চূড়ান্ত নির্ণয় নিতে হয়েছে আমাদের।

Advertisement

#Trending

More in Cric Gossip