Connect with us

Cricket News

T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরু দায়িত্ব পেলেন মাহেলা জয়াবর্ধনে! শ্রীলঙ্কান দলের হয়ে এই কাজ করবেন

Advertisement

আইপিএলের আসর শেষ হতে না হতেই সুদূর আরব আমিরাতে বেড়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১৬ টি দেশ অংশগ্রহণ করতে চলেছে। যেখানে প্রাথমিক পর্বে আটটি এবং মূল পর্বে আটটি দেশ রয়েছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে স্থান পেয়েছে শ্রীলংকা ক্রিকেট টিম। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের দুদিন পরেই তাদের ডাক আসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে। ইতিমধ্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। কিন্তু আরো একটি বড় ঘোষণা করল শ্রিলংকান ক্রিকেট টীম।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কান ক্রিকেট টিমের প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হলেন মাহেলা জয়াবর্ধনে। বর্তমানে তিনি আইপিএলে কোচ হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন। আইপিএল আসর শেষে দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু আইপিএল শেষে দেশে ফেরা হবেনা মাহেলা জয়াবর্ধনের। গতকাল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে এই ঘোষণা জারি করেছে। শুধুমাত্র আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নয়, আসন্ন ওডিআই বিশ্বকাপেও শ্রীলংকান দলের প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত থাকবেন মাহেলা জয়াবর্ধনে। তরুণ ক্রিকেটারদের মনোবল বাড়াতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড একজন দক্ষ এবং সুবিচারক পরামর্শদাতা হিসেবে মাহেলা জয়াবর্ধনের ওপর এই গুরুদায়িত্ব দিয়েছে।

ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচী এবং ভেন্যু প্রকাশ করেছে। আইপিএলের শেষ তথা ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে চলেছে ১৪ই অক্টোবর। আর ১৭ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সুদূর আরব আমিরাতে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। আইপিএল শেষে প্রত্যেকটি দেশের প্লেয়ার তাদের নিজস্ব শিবিরে যোগ দেবেন বলে জানা গেছে। ভারতও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ইতিমধ্যে মহেন্দ্র সিং ধোনিকে প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেছে। সেই দেখা দেখি এবার শ্রীলংকার জাতীয় দলে প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হলো মাহেলা জয়াবর্ধনেকে।

Advertisement

#Trending

More in Cricket News