Connect with us

Cricket News

সৌরভকে দেখতে হাসপাতালে মমতা বন্দোপাধ্যায়

Advertisement

‘ওইটুকু বাচ্চা ছেলে, ওইরকম একটা প্রবলেম হবে ভাবতেই পারছি না! আমি খুব উদ্বিগ্ন।’ শনিবার অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে এসে উডল্যান্ডস হাসপাতালে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। এদিন তাঁকে প্রথমে তাঁকে দেখতে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রত্যেককে সৌরভ জানিয়েছেন, তিনি সুস্থ রয়েছেন।

তিনটে ব্লক ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ধমনীতে। হাসপাতাল সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। শনিবার অসুস্থ বোধ করতেই মহারাজ সরাসরি চলে যান উডল্যান্ডসে। সেখানেই চিকিত্‍সকদের কাছে নিজের অসুস্থতা জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর তড়িঘড়ি বিশেষজ্ঞ চিকিত্‍সকদের তত্ত্বাবধানে একটি মেডিক্যাল বোর্ড তৈরি করে সৌরভের চিকিত্‍সা শুরু করে দেওয়া হয়। সঙ্গেসঙ্গে একাধিক টেস্ট করা হয়। সেখানেই দেখা যায় সৌরভের হৃদরোগের হাল হকিকত।

হাসপাতাল সূত্রে যে মেডিকেল বুলেটিন পরে প্রকাশ করা হয়, সেখানে বলা হয়েছে, বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে আসেন সৌরভ। পারিবারিকভাবে হার্টের সমস্যা রয়েছে তাঁরও। পরিবারের এর আগে অনেকেই ইসচেমিক হার্টের সমস্যায় আক্রান্ত হয়েছেন। শনিবার দুপুর ১ টায় যখন তিনি আসেন তখন পালস রেট ছিল স্বাভাবিক (৯০)। রক্তচাপের যে বিবরণ প্রকাশ করা হয়েছে, তা ১৩০/৮০।

এদিন সৌরভের অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। টুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি এদিন সন্ধ্যায় হাসপাতালে তাঁকে দেখতেও যান। দেখা করার পর তিনি জানান, “আমি যেটা দেখলাম ও ভাল আছে। এবং হাসছে। নিজে বিছানায় শুয়ে আমাকে জিজ্ঞেস করল আমার শরীর কেমন আছে! আমি তো অবাক! একটা এত বড় স্পোর্টসপার্সন, এত ভাল খেলাধুলায়। আমাদের গর্ব সবার। ওরা নাকি কোনও টেস্টই করায় না। কী করে সম্ভব জানি না। আমি অভিষেক ডালমিয়াকে বললাম, কোনও বড় টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের টেস্ট করায় যাতে। সৌরভের ব্যাপারটা নাহলে তো জানতেই পারতাম না।”

Advertisement

#Trending

More in Cricket News