Connect with us

Cricket News

IND vs SL: শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় ম্যাচে জায়গা পাবে মনিশ পান্ডে? দেখুন সমীক্ষা

  • by

Advertisement

বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেটকে নিয়ে উত্তেজনার শেষ নেই বিশ্ব মহলে। চলতি মৌসুমে রয়েছে ক্রিকেটের বেশ কয়েকটি বড় বড় আসর। ক্রিকেট বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। বর্তমানে ভারতীয় সিনিয়র টিম ইংল্যান্ড সফরে আছে। সেখানে বিরাট কোহলির নেতৃত্বে পাঁচটি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করবে টিম ইন্ডিয়া। অন্যদিকে শেখর ধাওয়ান এর নেতৃত্বে ভারতীয় জুনিয়র টিম শ্রীলঙ্কা সফরে আছে। সেখানে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

শ্রীলঙ্কা সফরে তিনটি একদিনের ম্যাচের মধ্যে প্রথমটির খেলা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বড় ব্যবধানে জয়ও পেয়েছে ভারতীয় জুনিয়র টিম। দলের হয় পৃথ্বী শ ৪৩, শেখর ধাওয়ান অপরাজিত ৮৬, সূর্য কুমার যাদব অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেন। জন্মদিনে ঈশান কিশান ভারতীয় ক্রিকেট প্রেমীদের উপহার দেন ৫৯ রানের অনবদ্য ইনিংস। কিন্তু ভারতীয় দলের মিডল অর্ডারের থাকা মনিশ পান্ডে তেমন কিছু যোগ করতে পারেননি দলের হয়ে।

ভারতীয় দলের অন্যতম মারখুটে ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে নিজের সেরা পারফরম্যান্স দিতে পারছেন না ভারতীয় ক্রিকেট দলকে। যেন বহুদিন ধরে তার ব্যাট অচল অবস্থায় পড়ে আছে। ভারত-শ্রীলংকা সিরিজের প্রথম ম্যাচে তেমনি দেখা গেল মনিশ পান্ডের কাছ থেকে। তিনি ৪০ বল মোকাবেলা করে দলের খাতায় যুক্ত করেন মাত্র ২৬ রান। এ নিয়ে রীতিমতো ক্রিকেটমহলে সমালোচিত হচ্ছেন মনিশ পান্ডে। তার চেয়ে ফর্মে থাকা ক্রিকেটাররা বসে আছেন প্যাভিলিয়নে। অনেকেই তো আবার তাকে দ্বিতীয় ম্যাচে নামতে না দেওয়ার কথাও বলছেন। এখন দেখার বিষয় শেখর ধাওয়ান দ্বিতীয় ওডিআই ম্যাচে মনিশ পান্ডেকে দলে অন্তর্ভুক্ত করেন কিনা?

Advertisement

#Trending

More in Cricket News