
বাংলাদেশ দল প্রথমবারের মতো বাইরের দেশে গিয়ে টেস্ট ম্যাচে জয়লাভ করলো জিম্বাবুয়ের বিরুদ্ধে। জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে ২২০ রানের ব্যবধানে জয় লাভ করে বাংলাদেশ। বাংলাদেশ দলের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান করেন সাইলেন্ট কিলার মহমুদুল্লাহ রিয়াদ। তিনি দলের খাতায় ১৫০ রান যুক্ত করেন। তার অনবদ্য ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ দল বিরাট ব্যবধানে পরাজিত করে জিম্বাবুয়েকে। কিন্তু টেস্ট খেলা চলাকালীন মহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ম্যাচ থেকে অবসরের ঘোষণা করেন। তার এই ঘোষণায় আক্ষেপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হক পাপন বলেন,“মাহমুদুল্লাহ রিয়াদ আমাকে জানিয়েছে ও আর টেস্ট খেলতে চায় না। এবার টেস্ট থেকে অবসর নিতে চায়। আমি তাকে বলেছি এক্ষুনি কেন? তোমার সামনে এখনো অনেক সুযোগ। কিন্তু ও আমার কোন কথা রাখেনি। নিজের অবসরের কথা গার্ড অফ অনারের মাধ্যমে ঘোষণা করেছে মাহমুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হক পাপন বলেন, আমি মাহমুদুল্লাহকে বলেছি তাড়াহুড়ো না করতে। তার অবসর ঘোষণায় আমি হতবাক। নাজমুল হক পাপন বলেন, এত তাড়াহুড়ো করোনা। আমাকে একটু সময় দাও। তোমার জন্য একটি বিদায়ী টেস্ট ম্যাচের আয়োজন করতে চাই। কিন্তু জানিনা কারো উপর অভিমান করে এমন সিদ্ধান্ত নিল। উল্লেখ্য যে, মহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের হয়ে ৫০ টি টেস্ট ম্যাচ খেলে ২৭৬৪ রান করেছেন। ব্যক্তিগত ঝুলিতে আছে পাঁচটি শত রান করার রেকর্ড। তার সাথে আছে ৪৬টি আন্তর্জাতিক উইকেট। মাহমুদুল্লাহ রিয়াদের হঠাৎ অবসর ঘোষণা বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের হতাশ করে দিয়েছে।
