Connect with us

Cricket News

জাতীয় সংগীতের সময় চোখে জল মহম্মদ সিরাজের

Advertisement

বাবার মৃত্যুর খবর শুনেও দেশে ফেরেননি। বাবার স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন দেশের জার্সি গায়ে দিয়ে। সেই স্বপ্ন সত্যি হয় মেলবোর্নে। ভারতের হয়ে অভিষেক হওয়া মহম্মদ সিরাজ প্রথম ম্যাচেই নিয়েছিলেন ৫ উইকেট। সিডনির মাঠেও পেস বিভাগের দায়িত্ব তাঁর কাঁধেই। সেই সিরাজ সিডনিতে তৃতীয় টেস্টে মাঠে নামার আগে জাতীয় সঙ্গীত শুনে আবেগে ভাসলেন।

https://twitter.com/mufaddal_vohra/status/1346966989885960192

মহম্মদ সিরাজের কান্নার এই দৃশ্যই ভাইরাল হয়ে গেল। তৃতীয় টেস্টে মাঠে নামার আগে জাতীয় সংগীত শুনে আবেগে ভাসলেন তিনি। ভিডিওটি ভাইরাল হতেই সিরাজের প্রশংসা করে দেশবাসীর।

বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। খেলা শুরুর আগেই দল মাঠে এসে দাঁড়ায় জাতীয় সংগীতের জন্য। ভারতের জাতীয় সংগীতে সময় চোখের জল আটকাতে পারেননি সিরাজ। দু’হাত দিয়ে চোখ মুছতে দেখা যায় তাঁকে। আর তার এই চোখের জল মোছার এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

#Trending

More in Cricket News