Connect with us

Cricket News

হারের হাট্রিকের পর ক্ষুব্ধ মুম্বাই সমর্থকরা, এই প্লেয়ারকে বাদ দেওয়ার দাবি উঠলো

  • by

Advertisement

শুক্রবার, ২৩ এপ্রিল, মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১ সংস্করণে তাদের পঞ্চম ম্যাচে তৃতীয় পরাজয়ের দিকে ঝুঁকে পড়ে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ১৪ বল বাকি থাকতে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল নয় উইকেটে পাঞ্জাব কিংসের (পিবিকেএস) কাছে হেরে যায়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রানের পৌঁছায় মুম্বাই। ১৭.৪ ওভারে ১ টি মাত্র উইকেট হারিয়ে মুম্বাইয়ের টার্গেট চেস করে নেয় পাঞ্জাব। সেই সাথে তারা পয়েন্টস টেবিলে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে।

পিবিকেএস টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ায় রোহিত শর্মা ও কুইন্টন ডি কক মাঠে নামেন। ৫ বলে ৩ রান করে দীপক হুডার বলে ক্যাচ আউট হন। এই মরশুমে নিজেকে প্রমাণ করতে বারবার ব্যর্থ হয়েছেন ডি কক। আগের তিনটি ম্যাচে তাঁর ব্যাট থেকে রান আসেনি। বারবার ফ্লপ হওয়ায় তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলল মুম্বাই সমর্থকরা। ডি ককের পরিবর্তে ক্রিস লিনকে রোহিতের সাথে ওপেনিং স্লটে দেখতে চাইছে ভক্তরা।

Advertisement

#Trending

More in Cricket News