Connect with us

Cricket News

আজ মুখোমুখি মুম্বাই ও হায়দ্রাবাদ, দেখুন দুই দলের সম্ভাব্য একাদশ

  • by

Advertisement

আইপিএল ২০২১ এ সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) তাদের প্রথম দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কে আর কে) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) কাছে ভয়ানকভাবে পরাজিত হয়েছে। উভয় বারই, তারা রান চেস করতে ব্যর্থ হয়েছিল।ডেভিড ওয়ার্নার অ্যান্ড কোং আজ অর্থাৎ শনিবার, ১৭ এপ্রিল চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিপক্ষে মাঠে দাঁড়াবে।

উদ্বোধনী ম্যাচে মুম্বাই ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচ হারে। কিন্তু তাদের পরের ম্যাচে তাঁরা কেকেআরের বিরুদ্ধে এক অপ্রত্যাশিত জয় হাসিল করে। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স আজ ওয়ার্নারদের বিপক্ষে ম্যাচ জিততে চাইবে, অন্যদিকে হায়দ্রাবাদও আইপিএল ২০২১ এ
প্রত্যাবর্তন করতে মরিয়া হবে।

ম্যাচ – মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ – নবম ম্যাচ।

ভেন্যু – এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই।

সময় – সন্ধ্যা ৭:৩০।

কোথায় সরাসরি দেখতে পাবেন – স্টার স্পোর্টস নেটওয়ার্ক, হটস্টার।

পিচ রিপোর্টঃ

চিপকের পিচটি কোনওভাবেই ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না। এটি ক্রমশ ধীর হয়ে যায় এবং দ্বিতীয় ব্যাটিং আরও কঠিন হয়ে ওঠে। ১৫৫ রানের ওপরে থাকা লক্ষ্যগুলি তাড়া করা কঠিন হতে পারে। প্রথমে ব্যাট করা টিম ম্যাচে এগিয়ে থাকতে পারে। ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে আকাশ পরিষ্কার হবে।

হেড টু হেড

সামগ্রিকভাবে ম্যাচ খেলেছেন – ১৬ । মুম্বাই ইন্ডিয়ান্স– ৮ । সানরাইজার্স হায়দ্রাবাদ – ৮ ।
নিরপেক্ষ স্থানে খেলেছেন – ৪ । মুম্বাই ইন্ডিয়ান্স – ১ । সানরাইজার্স হায়দ্রাবাদ – ৩ ।

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা , কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, মার্কো জানসেন, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ

ডেভিড ওয়ার্নার , ঋদ্ধিমান সাহা , মণীশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, বিজয় শঙ্কর, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, টি নটরাজন।

Advertisement

#Trending

More in Cricket News