Connect with us

Cricket News

আক্রমণাত্মক বোলিংকে অস্ত্র করে হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেল মুম্বাই

  • by

Advertisement

১৩ রানের ব্যবধানে হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেল মুম্বাই। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ডেভিড ওয়ার্নার অ্যান্ড কোং আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিপক্ষে মাঠে নামে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান করে মুম্বাই। সেই রান তাড়া করে ২০ ওভার শেষে সব উইকেট হারিয়ে ১৩৭ রান করে হায়দ্রাবাদ।

মুম্বাইয়ের ওপেনিং স্লটে নামেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। ২৫ বলে ৩২ রান করে বিজয় শঙ্করের বলে ক্যাচ আউট হন হিট্ম্যান। ৬ বলে ১০ রান করে বিজয় শঙ্করের দ্বারা আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সূর্যকুমার যাদব। ১৩.৫ ওভারে ৩৯ বলে ৪০ রান করে মুজিবুরের বলে ক্যাচ আউট হন ডি কক। ঈশান কিষাণকে ২১ বলে ১২ রান করে ফিরতে হয়। হার্দিক ৫ বলে ৭ রান সংগ্রহ করেন। ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে মুম্বাইয়ের স্কোর দাঁড়ায় ১৩১। ২২ বলে ৩৫ করে অপরাজিত থাকেন কায়রন পোলার্ড। ক্রুনাল পান্ডিয়া করেন ৩ রান (অপরাজিত)। হায়দ্রাবাদের হয়ে ২ টি করে উইকেট নেন বিজয় শঙ্কর ও মুজিবুর রহমান। ১ টি উইকেট পান আব্দুল সামাদ।

হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। ২২ বলে ৪৩ রানের একটি দ্রুত নক খেলেন জনি। ক্রুনাল পান্ডিয়ার বলে হিট উইকেট করে আউট হন তিনি। ৩৪ বলে ৩৬ রান করে হার্দিক পান্ডিয়ার দ্বারা রান আউট হন ডেভিড ওয়ার্নার।মণীশ পাণ্ডে ৭ এবং বিরাট সিং ১১ রান সংগ্রহ করেন। উভয়ই রাহুল চাহারের বলে ক্যাচ আউট হন। আব্দুল সামাদকে ৭ রানের মাথায় রান আউট করেন হার্দিক। ট্রেন্ট বোল্টের দ্বারা LBW হয়ে ০ রানে প্যাভিলিয়নে ফেরেন রশিদ খান।

১৮.৫ ওভারে ২৮ রান করে বুমরাহর বলে আউট হন বিজয় শঙ্কর। তিনি কিছুটা হলেও শেষ মুহূর্তে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছলেন। আব্দুল সামাদ ৭, ভুবনেশ্বর ০,মুজিবুর ১ ও আহমেদ ১ রান করেন। ২০ ওভার শেষে সব উইকেট হারিয়ে হায়দ্রাবাদের স্কোর দাঁড়ায় ১৩৭। মুম্বাইয়ের হয়ে ৩টি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট ও রাহুল চাহার। বুমরাহ ও ক্রুনাল পান্ডিয়া নেন ১টি করে উইকেট।

Advertisement

#Trending

More in Cricket News