
বাংলাদেশ-জিম্বাবুয়ের তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়লাভ করলো বাংলাদেশ। জিম্বাবুয়ে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ১৯ ওভারে ১৫২ রান তোলে। মহম্মদ নাঈম এবং সৌম্য সরকারের ওপেনিং এ ১০২ রানের অনবদ্য জুটি গড়ে ওঠে।
৫১ বলে চারটি ৬ মেরে ৬৩ রানে অপরাজিত নাঈম। এদিকে এদিকে ৪৫ বলে দুটো ৬ ও চারটি ৪ মেরে ৫০ রান করেন সরকার। জিম্বাবুয়ের উইকেট কিপার রেজিস চাকবভা অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকারের উইকেটটি তুলে নেন। বাংলাদেশি ক্যাপ্টেন মহমদুল্লাহ রিয়াদ ১৫ রান করে রান আউট হন। মুজুড়াবানির অনবদ্য ডিরেক্ট হিটে মাঠের বাইরে যেতে হয় রিয়াদকে। এরপর নুরুল হাসান ১৬ রান করে অপরাজিত থাকেন। এদিকে বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ৩১ এবং দিয়ে ৩ উইকেট তুলে নেন।
রিয়াদ বলেন, ‘আজকের জয়ের কৃতিত্ব আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের। প্রথম দোষ ওভারের পরে বোলাররাও বেশ ভালো পারফর্ম করা শুরু করে।’যেহেতু দুটি উইকেটই রান আউট, ফলে জিম্বাবুয়ের কোনো বোলারই খাতা খুলতে পারেন নি। ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্কোরার চাকবভা ২২ বলে ৪৩ রান করেন। এদিকে দিওন ময়েরস ৩৫, ওয়েসলে মাধ্যেভারে ২৩, লুক জংউই ১৮ রান করেন। চাকবভা এবং মাধ্যেভারের মধ্যে ৬৪ রানের জুটি গড়ে ওঠে। সিকান্দার রাজ়া বলেন, ‘আমাদের টার্গেট ছিল ১৭০ – প্লাস করার। আমার মনে হয় মিডিল এবং লোয়ার মিডিল অর্ডার ভালো ভাবে ফর্মে আসতে পারে নি। একই সাথে আজকের হারের দ্বায় আমারও।’
