
শার্দুল ঠাকুরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই ছিল তাঁর। প্রথম একাদশের টিকিটের দৌড়ে ছিলেন টি নটরাজনও। কিন্তু এঁদের সকলকে পিছনে ফেলে প্রথম একাদশে জায়গা পেলেন নভদীপ সাইনি। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের সঙ্গে তিনি দলের তৃতীয় পেসার । দ্বিতীয় টেস্টে অভিষেক ঘটেছে মহম্মদ সিরাজের। প্রথম ম্যাচেই দাগ কেটেছেন তিনি। অভিষেক টেস্টে তিনি নিয়েছিলেন পাঁচ উইকেট। দলে তিন সিনিয়র পেসার নেই তবুও আশা করা যাচ্ছে এই তরুণ পেসাররাই দলের দায়িত্ব সামলাতে সফল হবেন।
নভদীপ সাইনি তার টেস্ট অভিষেকের জন্য প্রস্তুতির ক্ষেত্রে কোনো খামতি রাখছেন না। নেটে অনুশীলনে ব্যস্ত তিনি। বিসিসিআই তার অনুশীলনের একটি ভিডিও টুইটারে পোস্টও করেছে। যেখানে দেখা যাচ্ছে তিনি নিজের সেরাটা দিতে কতটা তৈরি হচ্ছেন।
Fast & furious! @navdeepsaini96 is all set for his Test debut at the @scg tomorrow. #TeamIndia 💪😎🙌 #AUSvIND pic.twitter.com/gHMn4oUOk3
— BCCI (@BCCI) January 6, 2021
টেস্ট সিরিজে অভিষেক হতে চলা সাইনি এখনও পর্যন্ত ৪৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলছেন। উইকেট পেয়েছেন ১২৮টি। এর মধ্যে ইন্ডিয়া এ দলের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন ২৮ বছরের এই পেসার। সাইনি আইপিএলে তার গতির মাধ্যমে বিপক্ষ দলের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন। আশা করা হচ্ছে টেস্ট ক্রিকেটে তার অভিষেকটা নজরকাড়া অভিষেক হতে চলেছে। ভারতের হয়ে ইতিমধ্যে ৭টি ওয়ানডে খেলে ৬টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। এছাড়া ৯টি টি-২০ ম্যাচে তার সংগ্রহ ১৩টি উইকেট। আইপিএলে ২৬ ম্যাচে ১৭টি উইকেট পেয়েছেন তিনি।
