
একই ব্যক্তির সাথে যেন একই ধরনের আচরণ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও প্রথম শ্রেণীর ক্রিকেট এবং আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্স করে চলেছেন শিখর ধাওয়ান। চলতি আইপিএলে একই ছন্দে ছিলেন বাঁহাতি এই ওপেনার। চলমান রত আইপিএলে পাঞ্জাবের জার্সিতে দলের জন্য সর্বাধিক রান সংগ্রহ করেছেন তিনি। ১৩ ম্যাচ খেলে ৩৮ গড়ে ৪২১ রান সংগ্রহ করে কমলা টুপির দৌড়ে ষষ্ঠ স্থানে রয়েছে। যেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রকাশিত স্কোয়াডে সুযোগ পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় সহ ঈশান কিশান।
সমস্ত জল্পনার মধ্যেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে চলেছে সানরাইজ হায়দ্রাবাদের উমরান মালিকের। আইপিএল দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার হিসেবে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাকে সুযোগ দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর ভারতীয় ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন হার্দিক পান্ডিয়া। এছাড়া কুলদীপ যাদব এবং আর্শদিপ সিংহ ঢুকতে চলেছেন ভারতীয় দলে।
প্রত্যাশামতো কে এল রাহুলের উপর অধিনায়কের দায়িত্ব চাপিয়ে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। প্রত্যাশামতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম পেলেন বিরাট কোহলি, রোহিত শর্মা সহ জসপ্রীত বুমরাহ। এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্স করা দীনেশ কার্তিক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় টি-টোয়েন্টি দল: কে এল রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশান, দীপক হুডা, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, বেঙ্কটেশ আয়ার, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, আর্শদিপ সিংহ এবং উমরান মালিক।
