Connect with us

Cricket News

Kieron Pollard: জীবনে খেলেননি একটিও টেস্ট ম্যাচ!!

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে কায়রন পোলার্ড এক অমুখ ব্যক্তিত্ব। আন্তর্জাতিক ক্রিকেটে সংক্ষিপ্ত ওভারের খেলায় সঁপে দিয়েছেন নিজের পুরো জীবন। কখনোই ক্রিকেটের দীর্ঘ ফরমেট অর্থাৎ টেস্ট ক্রিকেট খেলেননি ক্যারিবিয়ান এই বিধ্বংসী অলরাউন্ডার। যেখানে টেস্ট ক্রিকেটকে জীবনের ধ্যান-জ্ঞান মনে করেন বিশ্বের প্রত্যেকটি ক্রিকেটার। সেখানে কায়রন পোলার্ড ছিলেন এক আলাদা চরিত্রের ক্রিকেটার। কখনো টেস্ট ক্রিকেটের গন্ডিতে পদার্পণ করেননি তিনি। অথচ সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ব্যাট হাতে বলের বাহ্যিক রূপ পরিবর্তন করতে তার জুড়ি মেলা ভার।

কিংবদন্তি এই ক্রিকেটার গতকাল আন্তর্জাতিক ক্রিকেটকে চির বিদায় জানিয়েছেন। বর্তমানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ভারতীয় প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত রয়েছেন। আর সেখান থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার বিদায় ওয়েস্ট ইন্ডিজের জন্য এক অপূরণীয় ক্ষতি। ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভোর পরে এবার ওয়েস্ট ইন্ডিজের নির্ভরযোগ্য অলরাউন্ডার কায়রন পোলার্ডের অবসর রীতিমতো পঙ্গু করে দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে।

আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে অভিষেক ঘটেছিল কায়রন পোলার্ডের। এছাড়া ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটে তার। চলতি বছর ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ওডিআই ম্যাচ খেলেছেন তিনি। কায়রন পোলার্ড দেশের জার্সিতে ১২৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ (২৭০৬ রান ও ৫৫ টি উইকেট) ও ১০১টি টি-২০ ম্যাচ (১৫৬৯ রান ও ৪২টি উইকেট) খেলেছেন। এছাড়া ২০১২ সালে t20 বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কায়রন পোলার্ড।

Advertisement

#Trending

More in Cricket News