
ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করেছেন সবে মাত্র। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট প্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন রাহুল দ্রাবিড়। ইতিপূর্বে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত ছিলেন রবি শাস্ত্রী। বিভিন্ন মহল থেকে একাধিকবার তাকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের দায়িত্ব দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করা হয়েছিল। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনের কথা রেখে রাহুল দ্রাবিড়কে প্রধান কোচ হিসেবে নিয়োজিত করে বিসিসিআই।
প্রধান কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব নিয়েই নতুন সংস্কৃতির সাথে পথচলা শুরু করলেন রাহুল দ্রাবিড়। প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০০% সফলভাবে ক্রিকেট খেলেছে ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজের ১-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে ভারত। কিন্তু সংবাদ শিরোনামে এখন শুধুমাত্র রাহুল দ্রাবিড়। শুনতে অবাক মনে হলেও ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, রাহুলের হাত ধরেই ভারতীয় ক্রিকেটের সংস্কৃতি পাল্টে গেছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কানপুরের গ্রীনপার্কে। সেই টেস্ট ম্যাচ অল্পের জন্য হাতছাড়া হয় ভারতের। শেষ উইকেটে ম্যাচ ড্র করে নিউজিল্যান্ড। দুর্দান্ত পিচ নির্মাণ করার জন্য নির্মাণ কর্মীদের ৩৫ হাজার টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেন ভারতীয় প্রধান কোচ রাহুল দ্রাবিড়। সবাইকে চমকে দিয়ে সেই একই কাজ করে বসলেন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
এদিন সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৭২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ভারত। সাথে সাথে পিচ নির্মাণকারীদের কাজে সন্তুষ্ট হয়ে তাদেরকেও ৩৫ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন রাহুল দ্রাবিড়। আর এর পরপরই সংবাদ শিরোনামে শুধুমাত্র রাহুল। ক্রিকেটপ্রেমীদের মনে করছেন, রাহুলের হাত ধরে ভারতীয় ক্রিকেটের নতুন সংস্কৃতির প্রচলন শুরু হলো।
