
সম্প্রতি ভারতীয় ক্রিকেটে উথালপাথাল পরিবর্তন ঘটেছে। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি নিজেই টি-টোয়েন্টি ফরমেটে অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। সেইমতো টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হয়েছিলেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়লেও ওডিআই এবং টেস্ট ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বিরাট কোহলি। কিন্তু সম্প্রতি ভারতীয় দলে একদিনের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। কেন বিরাট কোহলিকে বাদ দিয়ে রোহিত শর্মা এই প্রসঙ্গ নিয়ে ক্রিকেটপ্রেমীরা এখন দু’ভাগে বিভক্ত।
এর মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এক সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা এবং তিনি বিরাট কোহলিকে অনুরোধ করেছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়ার জন্য। কিন্তু বিরাট কোহলি নাকি তাদের অনুরোধ রাখেননি। তিনি তার নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। সংবাদমাধ্যম এমনই মন্তব্য করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।
প্রোটিয়া সফরে যাওয়ার আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরাট কোহলি। আর সেখানেই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে তুলোধোনা করলেন তিনি। তিনি বলেন, একদিনের ক্রিকেটে অধিনায়ক পদ থেকে আমাকে সরানো হচ্ছে সেই খবর মাত্র দেড় ঘন্টা আগে ভারতীয় ক্রিকেট বোর্ড আমাকে জানিয়েছিল। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক পদ না ছাড়ার জন্য সৌরভ গাঙ্গুলী আমাকে একটি কথাও বলেননি। বরং তারা আমার সিদ্ধান্তে সম্মতি জানিয়েছিলেন।
আমি আমার অধিনায়কত্বে ভারতকে একটিও আইসিসি ট্রফি উপহার দিতে পারেনি। এটি আমার অধিনায়ক জীবনে চরম ব্যর্থতা। ওডিআই ক্রিকেট কেন দরকার পড়লে টেস্ট ক্রিকেটের অধিনায়ক পদ থেকে সরানো হোক আমাকে। কিন্তু আমি বিগত দিনে যেমন আগ্রাসী মনোভাবে খেলেছি আগামী দিনেও তেমন আগ্রাসী মনোভাবে খেলব। রোহিত শর্মার সাথে কোন ধরনের মনোমালিন্য নেই আমার। যতটা সম্ভব খেলার মধ্যে তাকে সাহায্য করার চেষ্টা করব আমি।
