
চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের যে অপমান হয়েছে তা নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররা। তারমধ্যে শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার এবং রমিজ রাজার মত ক্রিকেটাররা ছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্প্রতি ওয়াসিম আকরামের সেই বিস্ফোরক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। যেখানে ওয়াসিম আকরাম পাকিস্তান ক্রিকেটের স্বপক্ষে নানা প্রকার যুক্তি এবং পরামর্শ দিয়েছেন। তাছাড়া অন্য দেশের প্রতি পাকিস্তানের ব্যবহার কেমন হওয়া উচিত সে বিষয়েও আলোকপাত করেছেন। তার সেই মন্তব্যে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড বিরোধী কিছু কথা স্পষ্ট হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর পর প্রথমবারের মতো তিনটি টি-টোয়েন্টি এবং পাঁচটি ওডিআই ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফরে এসেছিল। কিন্তু খেলা না করেই তারা দেশে ফিরে যায়। এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে ওয়াসিম আকরাম বলেন, এটি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের চরম অপমান। ইংল্যান্ড খেলতেন না আসাটা হয়তো ততটা ক্ষতি করেনি পাকিস্তান ক্রিকেটের। কিন্তু খেলার আগের মুহূর্তে খেলা বন্ধ করে নিজ দেশে ফেরা পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দিয়েছে। তিনি আরো যুক্ত করেছেন, আমাদেরকে এবার আত্মনির্ভর হওয়ার সময় এসে গেছে। রমিজ রাজার মন্তব্যগুলোকে সঠিকভাবে প্রয়োগ করার সময় এসেছে আমাদের ক্রিকেটে।
তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের হাতে যথেষ্ট সুযোগ রয়েছে এই অপমানের যোগ্য জবাব দেওয়ার। আর তার জন্য আমাদের উচিত আমাদের ক্রিকেট দলকে যথাসম্ভব সাপোর্ট প্রদান করা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা যে দল নির্বাচন করেছেন তাকে সসম্মানে মেনে নেওয়া। তাদেরকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করা আমাদের গুরুদায়িত্ব। তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অপমানের যোগ্য জবাব দিতে পারব। তাছাড়া সাথে সাথে আমাদের ক্রিকেটারদেরও লড়াকু মনোভাব নিয়ে মাঠে নামতে হবে। বিরোধী যতই শক্তিশালী হোক না কেন কঠোর হস্তে তাকে দমন করার মনোভাব রাখতে হবে। তবেই একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান আবার সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াবে।
