Connect with us

Cricket News

মাঠে নয়, টুইটারে ভারতকে হারানো নিয়ে উৎসব পাকিস্তানের, খিল্লি করল ভারত

Advertisement

আইসিসি-র টুইটার সমীক্ষায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে টেক্কা দিলেন বিরানব্বইয়ের বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক ইমরান খান। টুইটারে ভোটাভুটিতে বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স এবং অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিংকে হারালেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। আর তারপরেই পাকিস্তান জুড়ে যেন উত্‍সব শুরু হয়ে গিয়েছে। আর এই জিনিসটা দেখে ভারতীয়রা মজা পেয়েছে। খিল্লি করতে শুরু করেছে পাকিস্তানিদের।

 

ইমরান পেয়েছেন ৪৭.৩% ভোট। সামান্য পিছিয়ে বিরাট কোহলি  পেয়েছেন ৪৬.২%। এবি ডিভিলিয়ার্স  পেয়েছেন মাত্র ৬% আর মেগ ল্যানিং ০.৫% শতাংশ ভোট পেয়েছেন। আইসিসি-র বিচারে নেতৃত্ব পাওয়ার পর এই চার জনের দিনে দিনে ক্রিকেটিয় দক্ষতা বেড়েছে।

ইমরান খান ভোটে অল্প ব্যবধানে জিতলেও পাকিস্তানের নিউজ চ্যানেলগুলিতে ‘Breaking News’ বলে চলছে। তবে ভারতীয়রাও পাল্টা ট্রোল করেছেন এই ‘Breaking News’-কে নিয়ে।

Advertisement

#Trending

More in Cricket News