Connect with us

Cricket News

Indian cricket team: ভেঙ্কটেশ আইয়ার নন, বরং এই ক্রিকেটার হতে পারেন হার্দিক পান্ডিয়ার যোগ্য উত্তরসূরী‌

Advertisement

ভারতীয় ক্রিকেটে হার্দিক পান্ডিয়া যে এক বিরাট ব্যক্তিত্ব ইতিমধ্যে টের পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। দীর্ঘ দুই বছর ধরে পেস বোলার অলরাউন্ডারের জায়গা শূন্য হয়ে রয়েছে ভারতীয় দলে। হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে ইতিমধ্যে একাধিক ক্রিকেটার ভারতীয় একাদশে সুযোগ পেলেও তার যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারেননি কেউ। অন্যদিকে চোট কাটিয়ে প্রথম একাদশে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলের ময়দানে হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন তরুণ ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। ক্রিকেট বিশেষজ্ঞরা হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে এই তরুণ ক্রিকেটারকে কল্পনা করেছিলেন। প্রত্যাশামতো ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হয় ভেঙ্কটেশ আইয়ারের। তবে আইপিএলে যেমন বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তার ১০% নিজেকে প্রমাণ করতে পারেননি আন্তর্জাতিক স্তরে। তাই হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে অন্য ক্রিকেটারের দিকে মনোনিবেশ করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এরই মধ্যে নিজেকে ভারতীয় দলে দুর্দান্তভাবে প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছেন অলরাউন্ডার দীপক চাহার। শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলকে একাই জয় এনে দিয়েছিলেন দীপক চাহার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত অর্ধশত রানের ইনিংস খেলে রীতিমতো তাক লাগিয়েছেন তিনি।

ব্যাটের পাশাপাশি বল হাতেও অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন দীপক চাহার। দুর্দান্ত ফর্মে থাকা দীপক চাহার নিয়মিত ভারতীয় দলে সুযোগ পেলে নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট বোর্ড হার্দিক পান্ডিয়ার যথোপযুক্ত বিকল্প খুঁজে পাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাছাড়া এই তালিকায় অলরাউন্ডার হিসেবে নিজের জায়গা তৈরি করছেন শার্দুল ঠাকুরও।

Advertisement

#Trending

More in Cricket News