
২০০০ সাল। ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল জিম্বাবুয়ে। সিরিজটা ভারত ৪-১ ব্যবধানে যেতে। একমাত্র তৃতীয় ম্যাচে ভারতকে ১ উইকেটে হারায় জিম্বাবুয়ে। এই সিরিজে ভারতের বোলার অজিত আগরকর একটি রেকর্ড করেছিল। তবে সেটা বল হাতে নয়, ব্যাট হাতে। যে রেকর্ড আর কোনো ভারতীয় ব্যাটসম্যান এখনো ভাঙতে পারেনি।
ঘটনাটা ১৪ ডিসেম্বর জিম্বাবুয়ের বিরুদ্ধে পঞ্চম ওয়ানডে ম্যাচের। প্রথমে ব্যাট করে ভারতের করা ৩০১ রানের জবাবে ২৬২ রানে শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। ৩৯ রানে ম্যাচ যেতে ভারত। ম্যাচের সেরা হন ভারতীয় বোলার অজিত আগরকর। সেই ম্যাচে বল হাতে ৫২ বলে ২৬ রান দিয়ে ৩ উইকেট তো নিয়েছিলেনই তার আগে ব্যাট হাতে ৭টি বাউন্ডারি ও ৪টি ওভারবাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৫০ করেন মাত্র ২১ বলে। আর এটাই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে করা ওয়ানডে ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান। যে রেকর্ড এখনো পর্যন্ত কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যান এখনো পর্যন্ত ভাঙতে পারেননি।
আজ সেই ১৪ই ডিসেম্বর। সেদিনের সেই ছবি পোস্ট করে আইসিসি তাদের টুইটারে আজ সকলে একটা টুইট করে। যে টুইট কিছুক্ষণের মধ্যেই নেটিজেনদের কাছে এখনো পর্যন্ত আজকের সেরা টুইট হয়ে রইল।
💥 67 off 25
🔥 Seven fours and four sixes#OnThisDay in 2000, Ajit Agarkar hit a 21-ball half-century against Zimbabwe in Rajkot, the fastest till date by an India player in ODIs 🏃 pic.twitter.com/fNDpLqK5Nk— ICC (@ICC) December 14, 2020
