
গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পার্লে স্টেডিয়ামে সিরিজের প্রথম ওডিআই ম্যাচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। যেখানে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল। দীর্ঘ ৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছিলেন। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে কে এল রাহুলের নেতৃত্ব নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্নের সৃষ্টি হয়েছে। বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় কে এল রাহুল এবং বিরাট কোহলির অধিনায়কত্বের মধ্যে হাজারো পার্থক্য দেখানো শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৩১ রানে পরাজিত হয়েছে। সেখানে অধিনায়ক কে এল রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। ডেথ ওভারে ভারতীয় কিংবদন্তি পেসার জসপ্রীত বুমরাহর জন্য কে এল রাহুল বরাদ্দ করেছেন মাত্র ২ ওভার। যেখানে ভারতের প্রধান অস্ত্র হলেন জসপ্রীত বুমরাহ। অন্যদিকে ষষ্ঠ বোলিং বিকল্প হিসেবে ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে দলে রাখলেও তাকে কোন ভাবেই ব্যবহার করেননি ভারতীয় অধিনায়ক কে এল রাহুল। ক্রিকেটপ্রেমীদের মধ্যে এও শোনা গেছে,”সবাই তো আর বিরাট কোহলি নয়!”
যেখানে ভারতীয় দল প্রথম ২০ ওভারে চাপে রেখেছিল প্রোটিয়া ব্যাটসম্যানদের। ২০-৪০ ওভার পর্যন্ত ধারাবাহিকভাবে স্পিনার অ্যাটাক করান অধিনায়ক কে এল রাহুল। তবে ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে বল হাতে উইকেট তুলে নিতে ব্যর্থ হয়েছেন স্পিনাররা। কে এল রাহুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে কারণ, ম্যাচ শুরু হওয়ার পূর্বে তিনি ষষ্ঠ বোলিং বিকল্প হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকে প্রথম একাদশে রেখেছেন বলে জানান। অথচ মিডিল অর্ডারে তাকে দিয়ে বোলিং করানোর প্রয়োজনীয়তা মনে করেননি কে এল রাহুল। যার কারণে ডেথ ওভারে মাত্র দুই ওভার বোলিং করার সুযোগ পান জসপ্রীত বুমরাহ। যদি ভেঙ্কটেশ আইয়ারকে বোলিং বিকল্প হিসেবে ব্যবহার নাই করবেন সে ক্ষেত্রে কে এল রাহুল একজন ব্যাটিং বিকল্প নিয়ে মাঠে নামতে পারতেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
