
পাকিস্তান সফর যে কোন দলের জন্য সুখকর হয় না তা আরও একবার প্রমাণ মিলল পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ সফরে। গত বৃহস্পতিবার পাকিস্তানের এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পাকিস্তানে অবতরণ হওয়ার পরপরই জানা গিয়েছিল তিনজন ক্যারিবিয়ান ক্রিকেটার এবং একজন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ শিবিরের তরফে জানা গিয়েছিল, রস্টন চেজ, শেলডন কটরেল এবং কাইল মায়ার্স করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও প্রত্যেকেই দু’টি টিকা নিয়েছিলেন।
ওয়েস্ট ইন্ডিজ শিবির থেকে জানানো হয়েছিল, করোনা আক্রান্ত প্রত্যেক ক্রিকেটারকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। একে অপরের সাথে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এই তিন জন ক্রিকেটারের অনুপস্থিতি পাকিস্তান সিরিজে গভীর প্রভাব পড়তে পারে বলে স্বীকার করেছিল ক্যারিবিয়ান শিবির। এই তিনজন ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ।
কিন্তু বিপদ যেন পিছুটান ছাড়ছেনা ওয়েস্ট ইন্ডিজের। ওয়েস্ট ইন্ডিজের আরো পাঁচজন সদস্য কাল করোনা আক্রান্ত হয়েছেন। দলের উইকেটকিপার শাই হোপ, বাঁ-হাতি স্পিনার অকিল হুসেন, অলরাউন্ডার জাস্টিন গ্রেভস, সহকারী কোচ রডি ইস্টউইক এবং দলের ফিজিশিয়ান ড. আকশাই মানসিং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের প্রত্যেককেই আইসোলেশনে পাঠানো হয়েছে।
এমন করুণ পরিস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলতে চাইছিল না ওয়েস্ট ইন্ডিজ। কারণ এই টি-টোয়েন্টি ম্যাচ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে সুস্থ রয়েছেন মাত্র ১৫ জন। এরূপ অবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলা অসম্ভব বলে দাবি করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মিলিত আলোচনার ফলে স্থির করা হয়েছে, আগামী বছর জুন মাসে ওডিআই সিরিজ খেলার জন্য পাকিস্তান সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে তারা দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
