
আগামী ১৭ই অক্টোবর শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। ২৪শে অক্টোবর আসন্ন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে ভারত। প্রথম ম্যাচেই ২২ গজে মুখোমুখি হতে চলেছে পাকিস্তানের সাথে। আসন্ন এই ম্যাচ নিয়ে উত্তেজনা শেষ নেই ক্রিকেট প্রেমীদের মধ্যে। শুরু হয়ে গিয়েছে জল্পনা-কল্পনা। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তা খবরের শিরোনামে উঠে আসবে। সম্প্রতি ভারতীয় মিডিয়াতে আবারও পাকিস্তান শিরোনামে উঠে এলো।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ মরুদেশে অনুষ্ঠিত হলেও মেলার আয়োজক হিসেবে থাকছে ভারতই। বিশ্বকাপের জন্য তৈরি প্রতিটি দেশের জার্সিতে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে ‘ইন্ডিয়া ২০২১’। কিন্তু সম্প্রতি পাকিস্তান নিজেদের বিশ্বকাপের জার্সিতে ‘ইন্ডিয়া ২০২১’-এর বদলে উঠেছে ‘ইউএই ২০২১’। সোশ্যাল মিডিয়ায় বাবর আজমদের বিশ্বকাপের জার্সির ছবি ভাইরাল হতেই বিতর্ক ছড়িয়েছে ক্রিকেটমহলে। ভারতীয় ক্রিকেট ভক্তরাও এই নিয়ে প্রশ্ন তুলেছে অনেক।
করোনা পরিস্থিতির কারণেই ভারতের বদলে মধ্য প্রাচ্যের দেশগুলিতে অনুষ্ঠিত হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আয়োজক যেহেতু ভারতই, সেহেতু সমস্ত দেশের বিশ্বকাপের জার্সিতে ‘ইন্ডিয়া ২০২১’ লেখা থাকবে। তবে সম্প্রতি পাকিস্তানের তৈরি বিশ্বকাপের জার্সি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ক্রিকেটমহলে। এখন এটাই দেখার এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড কোন সরকারি পদক্ষেপ গ্রহণ করেন কি না! বিশ্বকাপ শুরুর আগেই পাকিস্তানের জার্সি বিতর্কে সরগরম গোটা ক্রিকেট দুনিয়া। একাধিকবার পাকিস্তানের নানা বোকামির সাক্ষী থেকেছে গোটা বিশ্ব।
