
সিডনিতে তৃতীয় টেস্টে ভারত বেশ চাপেই রয়েছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৩৩৮ রানের জবাবে প্রথম ইনিংসে ২৪৪ রানে শেষ হয়ে গেছে ভারতের ইনিংস।
এই অবস্থায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষে সবথেকে বড় চিন্তা হিসেবে উঠে এসেছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং উইকেটকিপার ঋষভ পন্থের চোট। ব্যাটিং করতে গিয়ে এই দুই তারকা ক্রিকেটারই চোট পেয়েছেন।
প্যাট কামিন্সের একটি উঠে যাওয়া ডেলিভারিতে পুল শট মারতে গিয়ে ডান কাঁধে বলের আঘাত পান ঋষভ পন্থ। আর সেখানে কোনও প্যাডিং করেননি পন্থ। ফলে অসহ্য যন্ত্রণায় বসে পড়েছিলেন তিনি। এরপর দলের ফিজিও এসে তাকে দেখে যান এবং হাতে স্প্রে এবং টেপ মেরে কিছুটা শুশ্রুষা করেন। এরপর কিছুক্ষণ ব্যাট করলেও ৩৬ রানে আউট হয়ে যান পন্থ।
এদিকে শেষ উইকেটে মহম্মদ সিরাজের সাথে ৩০ রানের বেশ ভালো পার্টনারশিপ গড়েছিলেন এই তারকা অলরাউন্ডার। কিন্তু শেষ অবধি অল আউট হয়ে যায় ভারত। আর ব্যাটিং করতে গিয়ে আঙুলে চোট পান জাদেজা। মিচেল স্টার্কের বাউন্সার গিয়ে লাগে রবীন্দ্র জাদেজায় বাঁ হাতের বুড়ো আঙুলে। সঙ্গে সঙ্গে তাকে দেখতে আসেন দলের ফিজিও এবং আপতকালীন শুশ্রুষা করে কোনওরকমে ব্যাট করেন জাদেজা।
এবার প্রশ্নটা হল এই দুই ক্রিকেটারের বদলে ব্রিসবেন টেস্টে কারা খেলবেন? টিম ম্যানেজমেন্টের সূত্র থেকে জানা গিয়েছে, ঋষভ পন্থের পরিবর্তে খেলতে চলেছেন বাংলার তারকা উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। ইতিমধ্যেই সিডনিতে পরিবর্ত হিসেবে নেমেছেন ঋদ্ধিমান। দ্বিতীয় ইনিংসে মার্নাস লাবুশেনের অসাধারণ একটি ক্যাচও ধরেন তিনি। ফলে আসন্ন ব্রিসবেন টেস্টে আবারও দলে কামব্যাক করতে চলেছেন এই অভিজ্ঞ উইকেটকিপার।
এদিকে অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার পরিবর্তে দলে ব্যাটিং গভীরতা বাড়াতে আবারও দলে ফেরাতে পারে মায়াঙ্ক আগরওয়ালকে। সেক্ষেত্রে আগরওয়ালকে চার নম্বরে ব্যাটিং করিয়ে রাহানে নামতে পারেন পাঁচে। এছাড়া ফিল্ডিংয়েও বেশ ভাল মায়াঙ্ক। ফলে মায়াঙ্ককে আবারও দলে আনতে পারে টিম ইন্ডিয়া।
