
গতকাল ২য় ইনিংসে ভারতের স্কোর ছিল ৬৪/২। ২য় ইনিংসের শুরুটা জোরদার করতে ব্যর্থ হন ভারতের ওপেনাররা। মাত্র ৮ রানে টিম সাউদির বলে LBW হন গিল। ৩০ রান করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। তিনিও সাউদির বলে LBW হন। লিড ছিল মাত্র ৩২ রানের। অন্তিম দিনের প্রথম সেশনেই উইকেট হারান অধিনায়ক কোহলি। ১৫ রান করে কাইল জেমিসনের বলে ক্যাচ আউট হন তিনি। ঠিক তার পরের ওভারেই জেমিসনের শিকার পূজারা। ঝুলিতে ছিল মাত্র ১৫ রান। কাইল জেমিসন জোড়া উইকেট নিয়ে ভারতেকে বড়সড় ঝটকা দেন।
৪ উইকেট হারিয়ে ভারতের স্কোর তখন ৭২। এরপর দলকে টানছিলেন ঋষভ পন্থ এবং রাহানে। দুজনে স্কোরবোর্ডে ৩৭ রান যোগ করেন। কিন্তু ট্রেন্ট বোল্টের বলে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ তুলে ফিরে যান রাহানে(১৫)। এর মধ্যেই পন্থ জীবন দান পেয়ে গিয়েছেন লাঞ্চ ব্রেকের আগেই। তাও আবার জেমিসনের বলেই। পন্থের ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠলেও তা তালুবন্দি করতে পারেননি টিম সাউদি। এই সুযোগ পন্থ কিভাবে ব্যবহার করেন সেটাই দেখার।
Pant gets a life, dropped by Southee at second slip#WTCFinal pic.twitter.com/CIM2Ww5axm
— Doordarshan Sports (@ddsportschannel) June 23, 2021
