Connect with us

Cricket News

শক্তিশালী বাউন্সার নিক্ষেপ করে বাটলারের হেলমেট ভেঙে দিলেন কামিন্স, দেখুন ভিডিও

  • by

Advertisement

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যান স্বীকার করলেন যে কেকেআর ব্যাটসম্যানদের জেতার অভিপ্রায়ের অভাব ছিল। টানা চার ম্যাচ হেরে তলানিতে পৌঁছায় কেকেআর। ৬ উইকেটে কেকেআরেকে হারিয়ে ম্যাচ জিতল রাজস্থান।নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রান করে কেকেআর। ১৮.৫ ওভারের মাথায় সেই টার্গেট চেস করে নেয় রাজস্থান। আরও ১টি হার হজম করতে হল কলকাতাকে।

রজস্থানেরর হয়ে ওপেন করেন জস বাটলার ও যশস্বী জয়সওয়াল। বাটলার বড় রান তুলতে পারেননি। তাঁর ইনিংস চলাকালীন সংকীর্ণভাবে আঘাত এড়ান। ঘটনাটি ঘটে দ্বিতীয় ওভারের পঞ্চম বলে। প্যাট কামিন্স বাটলারের দিকে একটি শক্তিশালী বাউন্সার নিক্ষেপ করেন। পুল শট খেলার চেষ্টা করেন বাটলার। তিনি বলটি মিস করেন ফলে বলটি সটাং গিয়ে তাঁর হেলমেটে আঘাত করে। আঘাত পেয়ে কিছুক্ষন স্তম্ভিত ছিলেন তিনি। তিনি আবার ব্যাটিং শুরু করেন। ৫ রান করে বরুণ চক্রবর্তীর বলে LBW হন তিনি।

১৭ বলে ২২ করেন যশাসভি জয়সওয়াল। শিবম দুবে ২২, রাহুল তেওয়াটিয়া ৫ রান সংগ্রহ করেন। বাকি কাজ সারেন সঞ্জু স্যামসন ও ডেভিড মিলার। ৪২ রান সমগ্রহ করে অপরাজিত থাকেন স্যামসন। অন্যদিকে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মিলার। ১৮.৫ ওভারের মাথায় ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান। কেকেআরের হয়ে ২ টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। মাভি ও প্রসিধ কৃষ্ণ পান ১টি করে উইকেট।

Advertisement

#Trending

More in Cricket News