
মৃদু কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে বাংলার গর্ব, বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি হন। তারপর থেকেই তার সব অনুরাগী মহারাজের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করে চলেছেন। তেমনই তার জন্য দ্রুত আরোগ্য কামনায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে যজ্ঞানুষ্ঠান আয়োজিত হল সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের উদ্যোগে।বালুরঘাট শহরের চকভবানী এলাকার উত্তরণ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল যজ্ঞানুষ্ঠান।
প্রসঙ্গত উল্লেখ্য যে, শনিবার সকালে নিজ বাড়ীতে জিম করবার সময় বুকে ব্যথা অনুভব করেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা ভারতের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা বিসিসিআই-এর সভাপতি সৌরভ গাঙ্গুলী। এরপর তাঁকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্ত্তি করানো হয় এবং চিকিত্সকরা সৌরভ গাঙ্গুলীর শারীরিক পরীক্ষা করে জানতে পারেন তার হার্টে ৩টি ব্লকেজ রয়েছে। সেই খবর জানা মাত্রই বালুরঘাট শহরের সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের পক্ষ থেকে দাদার আরোগ্য কামনায় এই উদ্যোগ নেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলার সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের সদস্যরা, জেলার ক্রিকেটাররা এবং পথ চলতি সাধারণ মানুষরা সৌরভ গাঙ্গুলীর সুস্থতা কামনা করে প্রার্থনা করেন।
এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের কনভেনর গৌতম গোস্বামী বলেন, “গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ আইকন সৌরভ গাঙ্গুলী। আমরা চাই সৌরভ গাঙ্গুলী দ্রুত মানুষের মধ্যে ফিরে এসে কাজ শুরু করুক। যে কারণে সৌরভ গাঙ্গুলীর দ্রুত আরোগ্য কামনায় আমরা যজ্ঞানুষ্ঠান করছি।”
