
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইলানে হারের পর ভারতীয় ক্রিকেট দল সমস্ত ফোকাস পাঁচ ম্যাচের ইন্দো-ইংল্যান্ড টেস্ট সিরিজে। এই সিরিজটি ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটেনের আবহাওয়া ভারতীয়দের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। এরই মধ্যে নানা প্রশ্ন উঠছে যে কারা কারা খেলতে পারে এই সিরিজে। আসুন দেখে নি ইংল্যান্ড সফরে ভারতের প্রথম একাদশ (অনুমান)।
ওপেনার – রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগরওয়াল
শুভমন গিলের পরিবর্তে ওপেনার হিসেবে মায়াঙ্ক আগরওয়ালের নামটাই সবার প্রথমে আসে। আর রোহিত শর্মা তো গত দু’বছর ধরে ভারতীয় দলের ওপেনার। ওপেনার হিসেবে তিনি অনবদ্য, তবে টেস্ট ক্রিকেটে তাঁর কিছু সমস্যা হতো। এখন অবশ্য সে সমস্যা অনেকটাই দূর হয়েছে। ওপেনারা প্রথম ১৫-২০ ওভার নতুন বলে খেলে দিতে পারলে মিডিল অর্ডারের জন্য বড়ো রান করতে সুবিধা হবে।
মিডিল অর্ডার – চেতস্বর পূজারা, বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানে
ভারতীয় দলের প্রথম একাদশে পূজারার অবস্থান নিয়ে কিছুটা সংশয় থাকলেও, তাঁকে প্রথম একাদশে রেখে দেওয়াটা উচিত। এর আগেও তিনি অসাধারণ খেলেছেন, আর এইবার পূজারা নিজের ফর্মে ফিরে আসলে বিপক্ষের কালঘাম ছুটে যাবে। আর বিরাট কোহলিকে নিয়ে তো কোন প্রশ্নই নেই। বারবার নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। অজিঙ্ক রাহানের ফর্ম বারবার আপ ডাউন করে, তবে ফর্মে থাকলে পাঁচ নম্বর পোজিসনের জন্য পারফেক্ট। এই তিন জনের ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে।
উইকেট কিপার এবং অলরাউন্ডার – ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা
ভারতের প্রথম একাদশে এই দুই বাঁ হাতি ব্যাটসম্যান ভ্যারাইটি আনবে। প্রথম পাঁচ জনই ডান হাত ব্যাটসম্যান। গত ডিসেম্বর অস্ট্রেলিয়া সফর থেকে বেশ ভালো ফর্মে আছেন ঋষভ। তাঁর উইকেট কিপিংও দিন দিন ভালো হচ্ছে। অপরদিকে রবীন্দ্র জাদেজা বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম। ডাউন অর্ডারে বেশ ভালো রান করার ক্ষমতা রয়েছে তাঁর, সাথে বল হাতেও দলের জন্য বেশ উপকারী। ফিল্ডিং নিয়ে কোনো কথাই হবে না ।
বোলার – রবিচরণ অশ্বিন, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ এবং ঈশান শর্মা
ভারতের প্রথম একাদশে তিনজন পেসার এবং একজন স্পিনার আদর্শ কম্বিনেশন। এক্সট্রা একজন স্পিনারের প্রয়োজন পড়লে জাদেজাকেও ব্যবহার করা যাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিন খুব ভালো ফর্মে ছিল। এদিকে সামি আর ঈশান শর্মা বিরাট কোহলির ‘গো-টু’ বোলার। এদিকে সিরাজও খুব ভালো ফর্মে রয়েছেন। তাঁর বলের সুইং এই সিরিজে যথেষ্ট সহায়তা করবে।
