Connect with us

Cricket News

IND vs ENG: এই তিন ক্রিকেটারকে ডেকে পাঠালো ভারতীয় টিম ম্যানেজমেন্ট, দেখুন কারা যাচ্ছেন ইংল্যান্ডে

Advertisement

ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ শুরু হচ্ছে আগামী মাসের ৪ তারিখ থেকে – ব্রিটেনের নটিংহামে। এরই মাঝে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে চোট পাওয়া খেলোয়াড়দের বদলি হিসেবে দুজন ওপেনার এবং একজন অফ-স্পিনারকে ডেকে পাঠিয়েছে। সম্ভবত ওপেনার পৃথ্বী শ, মিডিল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব এবং অফ-স্পিনার জয়ন্ত যাদব বদলি হিসেবে ইংল্যান্ডে যেতে চলেছেন।

যে তিনজন ভারতীয় খেলোয়াড় চোট পেয়েছেন, তারা হলেন শুভমন গিল, আবেশ খান এবং ওয়াসিংটন সুন্দর। আবেশ খানের মতোই ওয়াসিংটন সুন্দরও খেলার সময় আঙুলে চোট পেয়েছেন। দুজনই ইংল্যান্ড কাউন্টি একাদশের হয়ে ভারতের বিপক্ষে দুরহামে এই প্যাক্টিস ম্যাচে খেলছেন। ওপেনার শুভমন গিল বাঁ পায়ের চোট লাগার কারণে মাঠের বাইরে। ইতিমধ্যেই তিনি দেশে ফিরেছেন। মনে হয় না এই ওয়ার্ম-আপ ম্যাচে তিনি আর খেলতে পারবেন। ফলে ওপেনিং-এ রোহিত শর্মার জুটি হিসেবে সম্ভবত মায়ান্ক আগরওয়াককে রাখা হবে।

এদিকে, ভারতের টেস্ট ম্যাচের ভাইস ক্যাপ্টেন অজিঙ্ক রাহানের হ্যামস্ট্রিং মাসেলে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই তাঁর জায়গার সূর্যকুমার যাদবকে ডাকা হয়েছে। আবার পৃথ্বী শ এবং সূর্যকুমার যাদব শ্রীলঙ্কা সফরে দারুণ পারফর্ম করেছেন। তবে জয়ন্ত যাদব বর্তমানে ভারতেই রয়েছেন। অল-রাউন্ডার হিসেবে শেষ তিনি ২০১৭ তে চারটি টেস্ট ম্যাচ খেলেছিলেন।

Advertisement

#Trending

More in Cricket News