
আগামী ৯ জুন থেকে শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে নতুন বক্তব্য সামনে এলো বিসিসিআইয়ের। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কোনরকম বাধ্যবাধকতা থাকছে না। অর্থাৎ করোনা বিধি নিষেধ থাকছে না উক্ত সিরিজে। ১০০% দর্শকের উপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তবে এটাই প্রথম নয়, ইতিপূর্বে শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দর্শক ভর্তি স্টেডিয়ামে খেলা আয়োজিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজ নিয়ে উত্তেজনার শেষ নেই। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম পেতে পারেন ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ থেকে ছুটি দেওয়া হতে পারে ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হওয়া বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এবার আইপিএলের আসরেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রাখার পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই তালিকায় জসপ্রিত বুমরাহ, ঋষভ পন্থ, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং সূর্য কুমার যাদবের নামও উঠে এসেছে। সিনিয়র ক্রিকেটারদের বেশিরভাগ ক্রিকেটারকে অফ ফর্মের কারণে বিশ্রাম দেওয়া হতে পারে দক্ষিণ আফ্রিকা সিরিজে। তাছাড়া অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্বে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে বলেও জানা যাচ্ছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:
৯ জুন প্রথম টি-টোয়েন্টি (দিল্লি)
১২ জুন দ্বিতীয় টি-টোয়েন্টি (কটক)
১৪ জুন তৃতীয় টি-টোয়েন্টি (বিশাখাপত্তনম)
১৭ জুন চতুর্থ টি-টোয়েন্টি (রাজকোট)
১৯ জুন পঞ্চম টি-টোয়েন্টি (বেঙ্গালুরু)
