
ট্রেন্ট ব্রিজ, নটিংহামে অনুষ্ঠিত ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ ড্র হওয়ার পর বিরাট কোহলির নেতৃত্বে লর্ডসের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। এই সেই ঐতিহাসিক স্টেডিয়াম, যেখানে মহারাজ একসময় ইতিহাস সৃষ্টি করেছিলেন। এর আগে ভারত ইংল্যান্ডের মাটিতে ২০০৭ সালে শেষবারের মতো সিরিজ জিতেছিল। বর্তমানে ভারতীয় দলে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানের সাথে সাথে রয়েছে বিশ্বসেরা বোলার। প্রথম ম্যাচে ভারতীয় পেস বোলারা ইংল্যান্ডের দুই ইনিংসের সবকটি উইকেট দখল করে নেন। তাই বিরাট কোহলির সামনে একটি দারুন সুযোগ হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ক্রিকেট ইতিহাসের সমীকরণ পাল্টানোর। লর্ডসের স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় সাহা।
সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি চলতি মাসের ১২ তারিখ থেকে লর্ডসের স্টেডিয়ামে শুরু হয়েছে। ভারতের ওপেনিং জুটিতে রান এলেও মিডল অর্ডারে ইংলিশ বোলারদের বিরুদ্ধে দাঁড়াতে পাচ্ছিলেন না কোন ব্যাটসম্যান। টসে হেরে ভারত প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৬৪ রান সংগ্রহ করেছে। প্রথম ইনিংসে চেতেশ্বর পুজারা ব্যক্তিগত ৯ রান এবং অজিঙ্কা রাহানে ১ রানে আউট হয়ে যান। ইংল্যান্ডের প্রথম ইনিংসে অধিনায়ক এর মত সামনেথেকে লড়াই করেছেন জো রুট। তিনি অপরাজিত ১৮০ রানের ইনিংস উপহার দেন ইংল্যান্ডের জন্য।
খেলার চতুর্থ দিনে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ওপেনিং জুটিতে কে এল রাহুল এবং রোহিত শর্মা ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। বিরাট কোহলিও মাত্র ২০ রানে ফেরেন প্যাভিলিয়নে। সেখান থেকে চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কা রাহানে দলের দায়িত্ব তুলে নেন নিজেদের কাঁধে। আট ম্যাচ পরে চেতেশ্বর পুজারা ব্যক্তিগত ৪৫ রানের ইনিংস খেলেন। অজিঙ্কা রাহানে করেন ৬১ রান। চতুর্থ দিনের খেলা শেষে ভারত মূল্যবান ৬ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে। ইংলিশ ক্রিকেটার মার্ক উড ব্যক্তিগত তিনটি এবং মঈন আলি দুটি উইকেট তুলে নিয়েছেন।
