
দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সাথে গ্রেড ‘এ’ চুক্তিতে আবদ্ধ ছিলেন ভারতীয় মিডল অর্ডারের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কা রাহানে (Cheteshwar Pujara and Ajinkya Rahane)। তবে সদ্য প্রকাশিত হতে যাওয়া তালিকায় তাদের ডিমোশন হচ্ছে এটা নিশ্চিত। অর্থাৎ গ্রেড ‘এ’থেকে তারা পৌছাতে পারেন গ্রেড ‘বি’ তে। ভারতীয় বোর্ডের বার্ষিক চুক্তিতে (BCCI Central Contracts ) টাকার পার্থক্যে চারটি গ্রেড রয়েছে ৷ এ প্লাস, এ, বি এবং সি- এই চার ক্যাটাগরিতে বার্ষিক টাকার পরিমাণ ৭ কোটি, ৫ কোটি, ৩ কোটি, ১ কোটি টাকা৷
উল্লেখ্য, বিসিসিআইয়ের এক উচ্চ আধিকারিকের মতে, বিগত কয়েক বছর ধরে টানা খারাপ পারফরম্যান্স করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে হতাশায় ফেলেছেন অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পুজারা। তাই আসন্ন বার্ষিক চুক্তিতে তাদের ডিমোশন হওয়া নিশ্চিত। ওই আধিকারিক আরো বলেন, চুক্তির ভিত্তিতে প্রমোশন হতে পারে ভারতীয় সহ-অধিনায়ক কে এল রাহুল এবং ঋষভ পন্থের। তারা দুর্দান্ত পারফরম্যান্সের জন্য একধাপ প্রমোশন পেতে পারেন বলে মনে করছেন ওই আধিকারিক।
সূত্রের খবর, বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতে ‘এ+’ ক্যাটাগরিতে থাকবেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ। সাথে কে এল রাহুল এবং ঋষভ পন্থের নাম অন্তর্ভুক্ত হতে পারে উক্ত ক্যাটেগরীতে। এছাড়া নতুনভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ হতে পারেন ভেঙ্কটেশ আইয়ার এবং হার্সেল প্যাটেল।
তিন জন বিসিসিআই আধিকারিক, পাঁচজন নির্বাচক, জাতীয় দলের প্রধান কোচ এই চুক্তির কোন ক্যাটাগরিতে কে থাকবেন তা সিদ্ধান্ত নেন৷ গতবার যে ২৮ জন ক্রিকেটার বোর্ডের বার্ষিক চুক্তিতে এসেছিলেন সেই নামগুলিতে বড়সড় বদল আসবে সে সম্ভবনা নেই৷ তবে ক্রিকেটারদের গ্রুপে বদল হবেই এটা প্রায় নিশ্চিত৷
