Connect with us

Cricket News

নতুন জার্সি পরে মাঠে নামবে পাঞ্জাব কিংস! দেখুন জার্সির নতুন ডিজাইন

  • by

Advertisement

দলের নাম পরিবর্তন করার পর প্রীতি জিন্টার মালিকানাধীন পাঞ্জাব কিংস এবার আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে তাদের জার্সিও বদল করতে চলেছে। মঙ্গলবার পাঞ্জাব কিংস তাদের নতুন জার্সি প্রকাশ্যে আনে, যার রঙ প্রধানত লাল এবং তার সাথে যুক্ত হয়েছে সোনালি আভা। জার্সির কাঁধ ও হাতের অংশে রয়েছে সোনালী ডোরা কাটা। কিছুদিন আগে চেন্নাই সুপার কিংসও ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে তাদের নতুন জার্সি প্রকাশ্যে এনেছিল। চেন্নাই ও পাঞ্জাবের সাথে সাথে আসন্ন আইপিএলের জন্য নতুন জার্সি প্রকাশ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সও।

পাঞ্জাব কিংস এছাড়াও ঘোষণা করেছে যে তারা আইপিএল ২০২১-এ গোল্ডেন হেলমেট পরে খেলবে। কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো এবার পাঞ্জাব কিংসকেও গোল্ডেন হেলমেটের সাথে মাঠে দেখা যাবে। প্রীতি জিন্টার সহ-মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি আইপিএল নিলামে বড় খরচ করেছে। গ্লেন ম্যাক্সওয়েল সহ অস্ট্রেলিয়ার পেসার ঝাই রিচার্ডসন, ডেভিড মালান, রাইলি মেরেডিথ এবং মোয়েস হেনরিকসকে মোটা অর্থের বিনিময়ে দলে রেখেছে পাঞ্জাব।

আগের তেরোটি আইপিএলের কোনওবারই জয়ের খেতাব পায়নি পাঞ্জাব। ফলে এই বছর আগের ব্যর্থতাকে পিছনে ফেলে জোরকদমে বাকি দলগুলির সাথে টক্কর দিতে চাইবে পাঞ্জাব কিংস। ১২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২১ এর প্রথম ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস।

পাঞ্জাবের রিটেইন্ড প্লেয়ারঃ কেএল রাহুল, আরশদীপ সিং, ক্রিস গেইল, দর্শন নালকান্দে, হরপ্রীত ব্রার, মনদীপ সিং, মায়াঙ্ক আগরওয়াল, মোহাম্মদ। শামি, এম অশ্বিন, নিকোলাস পুরান, সরফরাজ খান, দীপক হুডা, ঈশান পোরেল, রবি বিষ্ণোই, ক্রিস জর্ডান, প্রভসিমরান সিং।

নিলামে কেনা প্লেয়ারঃ ঝাই রিচার্ডসন (১৪ কোটি), শাহরুখ খান (৫.২৫ কোটি), দাউদ মালান (১.৫ কোটি), রাইলি মেরেডিথ (৮ কোটি), মোয়েস হেনরিকস (৪.২০ কোটি), জালাজ সাক্সেনা (৩০ লাখ), উৎকর্ষ সিং (২০ লাখ), ফ্যাবিয়ান অ্যালেন (৭৫ লাখ টাকা), সৌরভ কুমার (২০ লাখ টাকা)।

Advertisement

#Trending

More in Cricket News