
৯ উইকেটে মুম্বাইকে হারিয়ে ম্যাচ জিতল পাঞ্জাব। আইপিলের ১৭ নম্বর ম্যাচে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। টসে জিতে ফিল্ডিং নেয় পাঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রানের পৌঁছায় মুম্বাই। ১৭.৪ ওভারে ১ টি মাত্র উইকেট হারিয়ে মুম্বাইয়ের
টার্গেট চেস করে নেয় পাঞ্জাব।
ওপেনিং এ নেমে কুইন্টন ডি কক ৫ বলে ৩ রান করে দীপক হুডার বলে ক্যাচ আউট হন। ১৭ বলে ৬ রান সংগ্রহ করেন ঈশান কিষাণ। ২৭ বলে ৩৩ করে প্যাভিলিয়নে ফেরেন সূর্যকুমার যাদব। ঈশান ও সূর্যকুমার রবি বিষ্ণোইয়ের বলে ক্যাচ আউট হন। ৫২ বলে ৬৩ রান করে দলকে এগিয়ে নিয়ে যান রোহিত শর্মা। ৫ টি চার ও ২ টি ছয় মারেন হিটম্যান। মহম্মদ শামির বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া যথাক্রমে ১ ও ৩ রান করেন। ১২ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন কায়রন পোলার্ড। পাঞ্জাবের হয়ে ২টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও মহম্মদ শামি। আরশদীপ সিং ও দীপক হুডা পান ১টি করে উইকেট।
পাঞ্জাবের ওপেনিং স্লটে আবারও দুর্দান্ত পারফরমেন্স করেন কেএল রাহুল। ৫২ বলে ৬০ রান করেন তিনি। ৩টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। ২০ বলে ২৫ রান করে রাহুল চাহারের বলে ক্যাচ আউট হন মায়াঙ্ক আগরওয়াল। ৩৫ বলে ৪৩ করে অপরাজিত থাকেন ক্রিস গেইল। ১৭.৪ ওভারে ১ টি মাত্র উইকেট হারিয়ে মুম্বাইয়ের টার্গেট চেস করে নেয় পাঞ্জাব। পাঞ্জাবের ব্যাটিং ঝড়ের সামনে আজ ব্যর্থ হয় মুম্বাইয়ের বোলিং আক্রমণ। মুম্বাইয়ের হয় ১টি উইকেট নেন রাহুল চাহার।
