
ভারতীয় ক্রিকেট ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি এক স্বর্ণ যুগের সৃষ্টি করেছেন। মূলত তাঁর অধিনায়কত্বের ওপর ভর করে ভারতীয় ক্রিকেট দল আইসিসি এর সমস্ত ট্রফি ঘরে তুলতে পেরেছিল। মহেন্দ্র সিং ধোনি তার শান্ত স্বভাবের জন্য ক্যাপ্টেন কুল নামেও বেশ পরিচিত। তার প্রশংসা করেনি এমন ক্রিকেটার নেই। ২০১৯ এর বিশ্বকাপ শেষে হঠাৎ তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মেনে নিতে পারেনি তার অগণিত ভক্তরা। সেই মহেন্দ্র সিং ধোনির এক বিশেষ রেকর্ড ভাঙলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান উইকেট কিপার কুইন্টন ডি কক।
মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকটি রেকর্ড করে গেছেন। তার মধ্যে একটি ছিল সবচেয়ে কম বয়স্ক উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক একদিনের ম্যাচে ১০,০০০ রান। এবার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন কুইন্টন ডি কক। মহেন্দ্র সিং ধোনি এ রেকর্ডটি করেছিলেন ৩০ বছর ৯৯ দিন বয়সে। কুইন্টন ডি কক 10 হাজার রানের গণ্ডি পার করলেন মাত্র ২৮ বছর ২১১ দিন বয়সে। তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ১২০ রানের ইনিংস খেলে সবচেয়ে কনিষ্ঠ উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসেবে এই গণ্ডি পার করলেন।
মহেন্দ্র সিং ধোনি তার এই রেকর্ডটি করতে ২৯৩ ইনিংস খেলেছিলেন। যেখানে অস্ট্রেলিয়ান উইকেট-রক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট খেলেছিলেন ২৭২ ইনিংস। আর সেই সব রেকর্ড ভেঙে কুইন্টন ডি কক আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করলেন মাত্র ২৫৯ ইনিংস খেলে। বর্তমান বিশ্ব ক্রিকেটে তিনি সবচেয়ে কম বয়স্ক উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ১০,০০০ রানের গণ্ডি পার করলেন।
