Connect with us

Cricket News

টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের কাউন্টি খেলতে চান ভারতীয় এই ক্রিকেটার

Advertisement

ভারতের অন্যতম ডান-হাতি স্পিনার রবীচন্দ্রন অশ্বিন বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার পর ভারতীয় দল ইংল্যান্ডের সাথে ৫ টি টেস্ট ম্যাচ খেলার জন্য সেখানে রয়েছে। ভারতীয় টিম BCCI- এর অনুমতিতে ২০ দিনের ছুটি উপভোগ করছে লন্ডনে। আগষ্টের ৮ তারিখ থেকে প্রথম টেস্ট ম্যাচের বল গড়তে চলেছে মাঠে। এরইমধ্যে ভারতীয় ডান হাতি স্পিনার রবীচন্দ্রন অশ্বিন এক দিনের কাজের ভিসার জন্য আবেদন করেছেন। তিনি একটি কাউন্টি চ্যাম্পিয়নশীপে অংশ নিতে চান।

তিনি নিশ্চিত যে, একদিনের কর্ম ভিসা পাবেন তিনি। ১১ ই জুলাই কাউন্টি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বলেছিল ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ শুরু হওয়ার পূর্বে একটি প্রস্তুতি ম্যাচ খেলানো হবে। তিন দিনের এই ম্যাচটিকে প্রথম শ্রেণীর ক্রিকেটের মর্যাদা দেওয়া হবে। সেজন্য তারা বিসিসিআইকে অনুরোধ ও জানায়। তারা জানিয়েছিল তিন দিনের এই ম্যাচটি ২০ থেকে ২২ শে জুলাই অনুষ্ঠিত হবে। এরমধ্যে ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন একদিনের কর্ম ভিসার আবেদন করেছেন।

ভারতীয় দল ২০ দিনের ছুটি কাটিয়ে চলতি মাসের ১৫ তারিখের মধ্যে পূর্বের টেস্ট শিবিরে রিপোর্ট জমা দেবে। সেখানে তারা কোভিড-১৯ এর বিধি নিষেধের মধ্যে থাকবেন। ১লা আগস্ট পর্যন্ত সেখানেই তারা টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। সেখান থেকে তারা টেস্ট ম্যাচ খেলার উদ্দেশ্যে রওনা দেবেন। ৮ তারিখ থেকে প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগে এটিই ভারতের সবচেয়ে বড় সিরিজ। তাই এই সিরিজ থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চাওয়াটা অনেক বেশি।

Advertisement

#Trending

More in Cricket News