Connect with us

Cricket News

Ravichandra Ashwin: মুরালিধরনের রেকর্ড ভাঙতে পারেন রবীচন্দ্রন অশ্বিন, আত্মবিশ্বাসী সঞ্জয় বাঙ্গার

Advertisement

এদিন ক্রিকেট সম্পর্কিত এক আলোচনায় সঞ্জয় বাঙ্গার এমনই ভবিষ্যৎবাণী করলেন। তিনি তার আলোচনা প্রসঙ্গে রবীচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসাকে ভারতীয় ক্রিকেটের জন্য সৌভাগ্য বলে মনে করছেন। তিনি আলোচনা প্রসঙ্গে বলেন, ৩৫ বছর বয়স্ক রবীচন্দ্রন অশ্বিন দিনের পর দিন যেন আরও মরণঘাতী অস্ত্রে পরিণত হচ্ছেন। ইংল্যান্ড সফরে রিজার্ভ বেঞ্চে বসে কাটালেও ঘরের মাঠে নিজের জাত চেনাতে ভোলেননি রবীচন্দ্রন অশ্বিন। একটি মরশুমে সর্বাধিক ৫০ টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন রবীচন্দ্রন অশ্বিন। তাছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ভেঙেছেন একের পর এক বিশ্ব রেকর্ড।

তিনি আরো যুক্ত করেছেন, নিউজিল্যান্ড সিরিজে হরভজন সিং-এর রেকর্ড ভেঙে বিশ্বের তৃতীয় তম টেস্ট উইকেট শিকারি হয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। অথচ এক সময় এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ বিলীন হতে বসেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিসংখ্যানে পৃথিবীর অন্যতম সেরা সফল স্পিনার তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে গোটা সিরিজে একের পর এক রেকর্ড ভেঙেছেন ভারতীয় ডানহাতি এই অফ স্পিনার। সঞ্জয় বাঙ্গার এরই মাঝে রবীচন্দ্রন অশ্বিনকে নিয়ে এক বিশাল দাবি করে বসলেন।

তিনি বলেন, যদি রবীচন্দ্রন অশ্বিন ফিট থাকেন এবং দীর্ঘদিন ধরে ভারতের জন্য আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেন তাহলে মতিয়া মুরালিধরনের রেকর্ড ভাঙতে পারেন তিনি। উল্লেখ্য, শ্রীলংকান স্পিনার মুরালিধরন টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট নিয়ে বিরল কৃতিত্ব অর্জন করেছেন। সে ক্ষেত্রে ৩৫ বছর বয়স্ক রবীচন্দ্রন অশ্বিনের এখনো পর্যন্ত সংগ্রহ ৪২৬ টেস্ট উইকেট। সঞ্জয় বাঙ্গার আরো যুক্ত করেন, এক সময় মুরালিধরন বলেছিলেন যদি কেউ তার রেকর্ড ভাঙ্গে সেটি হবেন রবীচন্দ্রন অশ্বিন। আর সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন ভারতীয় এই অফ স্পিনার।

অশ্বিন প্রথম ভারতীয় বোলার হিসেবে দ্বিতীয় টেস্টেই চারবার এক বছরে ৫০ বা তার বেশি টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। সঞ্জয় বাঙ্গারের মতে, অশ্বিন যেভাবে বল করছেন আর যেভাবে লম্বা স্পেল করছেন তাতে স্পষ্ট যে ভারত ওর কাছ থেকে আরো অনেক কিছু পেতে চায়। সম্প্রতি ও টি-টোয়েন্টি ক্রিকেটে কামব্যাক করেছে। একটি ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত সুখবর বলে আমি মনে করি।

Advertisement

#Trending

More in Cricket News