
মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ–সহ ৪ ভারতীয় ক্রিকেটারকে উদ্দেশ্য করে অজি সমর্থকদের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। যে মন্তব্য নিয়ে তোলপাড় হয়েছিল সিডনি টেস্টের তৃতীয় দিন। ম্যাচের চতুর্থ দিনেও এই ঘটনার পুনরাবৃত্তি হল। এদিনও ফিল্ডিংয়ের সময় সিরাজকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করলেন কয়েকজন অজি সমর্থক।
তৃতীয় টেস্টের চতুর্থদিন ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে সমাপ্তি ঘোষণা করার কিছু আগে। একই ওভারে অজি ব্যাটসম্যান ক্যামেরন গ্রিনের ব্যাটে জোড়া ছক্কা হজমের পর বাউন্ডারিতে ফিল্ডিং করতে যান মহম্মদ সিরাজ। কিন্তু গ্যালারি থেকে উড়ে আসা অজি সমর্থকদের মৌখিক হেনস্থা সহ্য না করতে পেরে অধিনায়ক রাহানেকে এসে অভিযোগ জানান হায়দরাবাদ পেসার। ভারত অধিনায়ক বিষয়টি নিয়ে দৃষ্টিপাত করেন দুই আম্পায়ারের। দর্শকদের অভব্য আচরণে সেই সময় ক্ষোভে ফুঁসতে থাকা সিরাজকে সামলাচ্ছিলেন তাঁর সতীর্থরা।
এরকম একটা ঘটনার পর টুইটারে ক্ষোভ উগরে দেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ ও হরভজন সিং।
বীরু টুইট করে লেখেন, “তোমরা করলে সেটা ব্যঙ্গ আর অন্য কেউ করলে বর্ণবিদ্বেষ। এটা তো মানা যায় না। এসসিজি’তে কিছু অস্ট্রেলিয়া সমর্থকদের আচরণ সত্যিই দুর্ভাগ্যজনক। একটা দুর্দান্ত টেস্ট সিরিজের আবহ নষ্ট করে দিচ্ছে এই ঘটনা।”
Tum karo toh Sarcasm , aur koi Kare toh Racism .
Very unfortunate with what some of the Australian crowd has been doing at the SCG and spoiling the vibes of a good test series. pic.twitter.com/mrDTbX4t7i— Virender Sehwag (@virendersehwag) January 10, 2021
হরভজন আবার লেখেন,”আমি ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সময় আমার ধর্ম, আমার গায়ের রং নিয়ে অনেক কথা শুনেছি। এটাই প্রথম নয়। কিন্তু এদের কীভাবে আটকানো যায়?”
I personally have heard many things on the field while playing in Australia about Me My religion My colour and much more..This isn’t the first time the crowd is doing this nonsense..How do u stop them ?? #AUSvIND
— Harbhajan Turbanator (@harbhajan_singh) January 10, 2021
