Connect with us

Cricket News

সিডনি টেস্টেও বর্ণবিদ্বেষের ঘটনা, মাঠ থেকে বের করা হল ছ’জন অজি সমর্থককে

Advertisement

মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ–সহ ৪ ভারতীয় ক্রিকেটারকে উদ্দেশ্য করে অজি সমর্থকদের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য নিয়ে তোলপাড় হয়েছিল সিডনি টেস্টের তৃতীয় দিন। ম্যাচের চতুর্থ দিনেও এই ঘটনার পুনরাবৃত্তি হল। এদিনও ফিল্ডিংয়ের সময় সিরাজকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করলেন কয়েকজন অজি সমর্থক।

তারপরেই ওই সমর্থকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতীয় দলের অভিযোগের পরে ৬ জন অজি সমর্থককে মাঠ থেকে বের করে দেওয়া হল। ঘটনাটির ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সিরাজের পাশে দাঁড়িয়ে অজি সমর্থকদের পালটা সমালোচনা করেছেন ভারতের ক্রিকেট ভক্তরাও।

এদিন ম্যাচ চলাকালীন চা–পানের বিরতির কিছু আগে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন টিম ইন্ডিয়ার তরুণ পেসার সিরাজ। তখনই ঘটনার সূত্রপাত। অভিযোগ, দর্শকাসন থেকে কয়েকজন অজি সমর্থক লাগাতার সিরাজকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। এরপরই সিরাজ দলের বাকি সদস্যদের এবং অধিনায়ক অজিঙ্কে রাহানেকে বিষয়টি জানান। দুই আম্পায়ার পল রাইফেল এবং পল উইলসনের কাছে অভিযোগ জানান রাহানে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে আলোচনা করেন দুই আম্পায়ার। এরপরই ৬ অজি সমর্থককে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এর ফলে প্রায় দশ মিনিট বন্ধ থাকে খেলা।

Advertisement

#Trending

More in Cricket News