
দীর্ঘদিন ধরে খারাপ পারফরম্যান্সের জন্য ইতিমধ্যে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের দিকে আঙ্গুল তুলতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ইতিমধ্যে ভারতীয় দলে তার গুরুত্ব নিয়ে উঠে গেছে প্রশ্ন। দীর্ঘদিন ধরে তার ব্যাট থেকে আসেনি লম্বা কোন রানের ইনিংস। লম্বা ইনিংস তো দূরের কথা, দলের প্রয়োজনে সামান্য যোগদান দিতে দেখা যায়নি তাকে। নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচে তাকে অধিনায়ক নির্বাচিত করে মাঠে নামে টিম ইন্ডিয়া। কিন্তু সেই ম্যাচেও ব্যর্থ হয়েছেন অজিঙ্কা রাহানে। তাই দলে বিরাট কোহলির আগমনের ফলে তাকে ছাঁটাই করে একাদশ প্রস্তুত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে পরিকল্পনা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি মাসের ১৭ তারিখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলার কথা ছিল ভারতের। সেই উদ্দেশ্যে আগামী ৮ কিংবা ৯ তারিখ দক্ষিণ আফ্রিকা সফরে প্লেনে চড়বে ভারতীয় পূর্ণাঙ্গ দল। এমনটাই ছিল সময়সূচি অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনা। কিন্তু সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় নতুন প্রজাতির করোনাভাইরাসের উদ্ভব চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেটারদের। তাই নির্দিষ্ট সময় অনুযায়ী দক্ষিণ আফ্রিকা সফর নাও হতে পারে বলে মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা।
চলতি মাসের ১৭ তারিখের পরিবর্তে চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু হতে পারে প্রথম টেস্ট ম্যাচ। সে ক্ষেত্রে পূর্ণাঙ্গ সিরিজ থেকে বাদ পড়তে পারে একটি টেস্ট এবং একটি ওডিআই ম্যাচ। ইতিমধ্যে সংক্ষিপ্ত ওভারের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকা সফরে আরো গুরুদায়িত্ব বাড়তে চলেছে তার উপরে এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বারবার ব্যর্থতার ফলে একাদশ থেকে বাদ পড়তে পারেন অজিঙ্কা রাহানে। সে ক্ষেত্রে বিরাট কোহলির সহযোদ্ধা হিসেবে সহ-অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারেন রোহিত শর্মা। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ম্যাচের সংখ্যা কমলেও দক্ষিণ আফ্রিকা সফর করতে অতি আগ্রহী বিসিসিআই।
