
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অজিঙ্কা রাহানের ক্যারিয়ার নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। বিগত দুই বছর ধরে টানা ব্যর্থ হয়েছেন রাহানে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ব্যর্থতার শীর্ষ স্থানে পৌঁছে যান অজিঙ্কা রাহানে। যার ফলশ্রুতিতে আন্তর্জাতিক ম্যাচ থেকে তাকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। শ্রীলংকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করার পরিকল্পনা গ্রহণ করে ফেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। ফলে এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে, ভারতের ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটে রান না আসলে একরকম আন্তর্জাতিক ক্যারিয়ার স্তব্ধ হয়ে যেত তার।
এমন পরিস্থিতিতে আইপিএলের নিলামে বেসিক মূল্যে তাকে দলে টেনে নেয় কলকাতা নাইট রাইডার্স। কলকাতা শিবিরে যোগ দিতেই যেন ভাগ্য খুলে গেল অজিঙ্কা রাহানের। তিন অঙ্কের রান আসেনি বিগত এক বছরের বেশি সময়। অথচ কলকাতা শিবিরে যোগ দিতে না দিতেই রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে শতরানের ইনিংস খেলে ফেলেন রাহানে।
মুম্বাই দলের হয়ে রঞ্জি ট্রফি খেলছেন অজিঙ্কা রাহানে। আজ মুম্বাই এবং সৌরাষ্ট্রের মধ্যে ম্যাচ শুরু হতেই একের পর এক উইকেট হারানো শুরু করে মুম্বাই। ৪৪ রানে ৩ উইকেট হারানোর পর সারফরাজ খানের সঙ্গে জুটি বেঁধে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রাহানে। প্রথম দিনের শেষে এই দুই তারকার অপরাজিত ২১৯ রানের পার্টনারশিপে ভর করে বেশ ভাল জায়গায় (২৬৩-৩) পৌঁছে গিয়েছে মুম্বই। রাহানে দিনশেষে ১০৮ রানে অপরাজিত রয়েছেন, সরফরাজ করেছেন অপরাজিত ১২১।
