
ভারতীয় ক্রিকেটের রঙ যেন দিন দিন বদল হচ্ছে। একের পর এক ক্রিকেটার বেরিয়ে আসছে আপন রূপে। ভারতীয় দলে কে জায়গা করে নেবে তার লড়াই চলছে সর্বদা। ভারতীয় জুনিয়র দল বর্তমানে শেখর ধাওয়ান এর নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে আছে। অন্যদিকে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় সিনিয়র দল ইংল্যান্ড সফরে আছে। ভারত শ্রীলংকার মধ্যে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। প্রথম দুটি একদিনের ম্যাচে জয়লাভ করে ভারত ইতিমধ্যেই ওডিআই সিরিজ নিজেদের নামে করে নিয়েছে।
শ্রীলঙ্কায় ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। এর আগে রাহুল দ্রাবিড় বহু বছর ধরে ভারতীয় অনূর্ধ্ব ১৯ টিমের দায়িত্ব পালন করে আসছেন। দুটি সিরিজ একই সাথে অনুষ্ঠিত হওয়ায় ভারতীয় জুনিয়র টিমের প্রধান কোচ হিসেবে শ্রীলঙ্কায় কর্মরত রয়েছেন রাহুল দ্রাবিড়। ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে তার নির্মিত জুনিয়ার টিম যেভাবে খেললো সেটি প্রশংসার দাবি রাখে। এ নিয়ে ধারাভাষ্যকার রমিজ রাজা বলেছেন, রাহুল দ্রাবিড় ভারতীয় জুনিয়ার খেলোয়াড়দের নিয়ে এক শক্তিশালী দল গঠন করেছেন। যা শ্রীলংকার বিরুদ্ধে অপ্রতিরোধ্য অবস্থায় যুদ্ধ করে চলেছে।
সত্যিই রাহুল দ্রাবিড়ের এই জুনিয়র দল প্রশংসার দাবি রাখে। ভারত যখন ১৯৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে তখনো জুনিয়র ক্রিকেটারদের মনোবল একটুর জন্য কমেনি। আহত বাঘের মতো লড়াই করে জয় ছিনিয়ে এনেছে ভারতের তরুণ ক্রিকেটাররা। ভারতীয় জুনিয়র ক্রিকেটারদের মনে এত শক্তি সঞ্চার করেছেন রাহুল দ্রাবিড় যেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। ভারত ও শ্রীলংকার মধ্যে সিরিজের শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল শ্রীলংকার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
