Connect with us

Cricket News

Rahul Dravid: দীপক চাহারকে ব্যাটিংয়ে আগে পাঠানো ছিল রাহুল দ্রাবিড়ের পরিকল্পনা, সাংবাদিক বৈঠকে বললেন ভুবনেশ্বর কুমার

  • by

Advertisement

গতকাল ভারত শ্রীলংকার মধ্যকার একদিনের ম্যাচে ভারত ৩ উইকেটে জয় লাভ করে। নাটকীয় ভাবে জয় নিশ্চিত করে ভারতীয় ক্রিকেটাররা। ভারত শ্রীলংকার মধ্যে অনুষ্ঠিত তিনটি একদিনের ম্যাচের মধ্যে দুটিতে জয়লাভ করে ভারত ইতিমধ্যেই সিরিজ নিজেদের নামে করে নিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে শ্রীলংকা ৫০ ওভারের ২৭৫ রানের লক্ষ্যমাত্রা স্থির করে ভারতীয়দের জন্য। বিরতির পর খেলতে নেমে ভারত প্রথমেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়।

প্রথম বল থেকে ভালো শুরু হলেও তৃতীয় ওভারে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান পৃথ্বী শ। ভারতের কোন ব্যাটসম্যান যেন সেট হতে পারছিলেন না শ্রীলংকান বোলারদের সামনে। ভারত ১৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে। হাতছাড়া ম্যাচ ফেরত আসে দীপক চাহার এর হাত ধরে। রাহুল দ্রাবিড় ব্যাটিং অর্ডার না মেনে দীপক চাহারকে আগে ব্যাটিং করতে পাঠান। তিনি জানতেন দীপক চাহার ব্যাটিং করতে পারেন। তার সেই তুরুপের তাস হারানো ম্যাচটিকে জয়ের শিখরে নিয়ে যায়। একসময় রাহুল দ্রাবিড় ড্রেসিংরুম থেকে বাইরে বেরিয়ে এসে অতিরিক্ত খেলোয়াড়দের সাথে কথা বলতেও দেখা যায়।

তিনি অতিরিক্ত খেলোয়াড় রহুল চাহার কে বুঝিয়ে দেন দীপক চাহারের সেই সময় কিভাবে খেলা উচিত। জল পানের বিরতিতে রহুল চাহার মাঠে গিয়ে সেই কৌশল অবলম্বন করার কথা বলেন দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার কে। যার ফলশ্রুতিতে দীপক চাহার অপরাজিত ৬৯ রান করে দলকে চালকের আসনে বসান। সাংবাদিক বৈঠকে ভুবনেশ্বর কুমার রাহুল দ্রাবিড়ের পরামর্শের কথা উল্লেখ করেছেন। ভারত বর্তমানে শ্রীলংকার সাথে (২-০) ব্যবধানে এগিয়ে আছে।

Advertisement

#Trending

More in Cricket News