
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। তাই খাওয়া-ঘুম ছেড়ে অনুশীলনে সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রোটিয়াদের দেশে প্রথমবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। বলতে গেলে সিরিজ জয় অনেকটা ভারতের পক্ষে দাঁড়িয়ে রয়েছে। এখন শুধু সময়ের সদ্ব্যবহার প্রয়োজন। আর সেই কাজটি করছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। কঠোর শৃঙ্খলা তৈরি করেছেন ভারতীয় দলের জন্য। ইতিপূর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ জয় করেও ভারতীয় দলের সদস্যদের পার্টি করার অনুমতি দেননি ‘দ্য ওয়াল’। নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি।
ঠিক তেমনি দক্ষিণ আফ্রিকা সফরে কঠোর হস্তে ভারতীয় ক্রিকেটারদের অনুশীলন করাচ্ছেন প্রধান মাস্টারমশাই রাহুল দ্রাবিড়। বিরাট কোহলি হোক কিংবা মোহাম্মদ সামি, প্রত্যেকের জন্য একই নিয়ম অনুশীলন গ্রাউন্ডে। হাতে ধরে অনুশীলন করাচ্ছেন ভারতীয় ক্রিকেটারদের। যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে নিজের ক্যারিয়ার দুর্দান্ত শুরু করেছেন রাহুল দ্রাবিড়। কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের কাছেও এটি প্রথম বিদেশের মাটিতে টেস্ট সিরিজ। তাই নিজেকে প্রমাণ করার তাগিদও রয়েছে ‘দ্যা ওয়ালের’ কাছে। এবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে ভারতীয় ক্রিকেট দলের কঠোর অনুশীলনের ভিডিও শেয়ার করল বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, অনুশিলনে মগ্ন রয়েছেন ভারতীয় প্রত্যেক ক্রিকেটার। বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, অজিঙ্কা রাহানেরা রীতিমতো উর্ধ্বসীমা পর্যন্ত অনুশীলন করছেন। অন্যদিকে বল হাতে জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিতে মরিয়া। সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে দেখা গেছে রাহুল দ্রাবিড়কে। তাঁকে আরও বলতে শোনা গিয়েছে, ‘কোয়ালিটি প্র্যাকটিস এবং ভালো ইনটেনসিটি।’ তিনি আরো বলেছেন, প্রথম টেস্ট ম্যাচে আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে হলে আগামী দুইদিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনভাবেই সময় অপচয় করা চলবে না। অনুশীলনে হেড মাস্টার মশাই লাঠি হাতে অত্যন্ত কড়া।
#TeamIndia had an intense nets session 💪🏻 at SuperSport Park 🏟️ in the build up to the first #SAvIND Test.
Here's @28anand taking you closer to all the action from Centurion. 👍 👍
Watch this special feature 🎥 🔽https://t.co/Dm6hVDz71w pic.twitter.com/qjxnBszmDa
— BCCI (@BCCI) December 20, 2021
