
ভারতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার সূর্যকুমার যাদবকে চলমান শ্রীলঙ্কা সফরে দেখা গিয়েছে এক অনবদ্য রূপে। ওয়ানডেতে বেশ কিছুদিন ছিটকে থাকার পরে এই ব্যাটসম্যানকে ফের আগের রূপে দেখা গিয়েছে রবিবার। রবিবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০ তে প্রথম বারের জন্য অর্ধশতক করেন সূর্যকুমার। এই ৩০ বছরের তরুণ কেবল ৩৪ বলে ৫০ রান করে দলকে সাহায্য করেন একটি ১৬৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে শ্রীলঙ্কার দিকে।
সূর্যকুমারের এই ৫০ রানের খেলায় রয়েছে চারটি চার এবং ২ টি ৬ রান ও। যখন তিনি ব্যাট করতে আসেন তখন ছিল সাত নম্বর ওভার। তবে ৭ ওভারে যে ভারতের অবস্থা অনেকটাই খারাপ ছিল তা স্কোরবোর্ড বলে দিচ্ছিল খুব সহজেই। স্কোরবোর্ডে দেখা যাচ্ছিল ৫২ রানে ২ উইকেটের উল্লেখ। তিনি প্রথমেই এসে জুটি বাঁধেন শিখর ধাওয়ানের সাথে। তার পরে ৬২ রানের এক অবিশ্বাস্য প্রদর্শনের নমুনা প্রদর্শিত করে ধাওয়ান-কুমার জুটি। তবে কিছু সময় পরে ধাওয়ান আউট হয়ে গেলে এই জুটি ভেঙে যায়।
তবে অন্যদিকে সূর্যকুমারকে দেখা গিয়েছে নিজের ইনিংস বজায় রেখে স্টাইলিশ ব্যাটিং চালিয়ে যেতে। এভাবেই ওয়ানিদু হাসারাঙ্গার বলে ৬ রানের সাথে নিজের ২য় অর্ধশতক হাঁকান ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব। তবে ৫০ রানের সাথেই শেষ হয়ে যায় সূর্যকুমারের এই দুর্দান্ত খেলার প্রদর্শন। আরও কিছু বড় হিট করার আগেই, ৫০ করার ঠিক পরের বলেই নিজের উইকেট হারিয়ে ফেলেন সূর্যকুমার যাদব। হাসারাঙ্গা একটি ফ্লাইটেড বল ছুঁড়ে দিলে সরাসরি লং অফে রমেশ মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে বসেন সূর্য।
ভারতের পক্ষে এটি ছিল একটি বড় আঘাত। সেই আঘাত স্পষ্টভাবে চিত্রিত হয়েছে রাহুল দ্রাবিড়ের অভিব্যক্তিতে। তাকে দেখা স্পষ্ট বলা যায় যে, গতিবেগ অর্জন করে এবং অতি আত্মবিশ্বাসের কারণেই ভুল করে বসেন সূর্যকুমার। তবে এর পরবর্তীতে ঈশান কিশান ১৪ বলে ২০ রান করে দলকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষ থেকে করা হয় কেবল ১২৬ রান। তবে এই ১২৬ রানের মাঝে রয়েছে চারিথ আসালঙ্কার ৪৪ রানের মুগ্ধ করা ব্যাটিং।
— Maqbool (@im_maqbool) July 25, 2021
