
৩ উইকেটে দিল্লিকে হারিয়ে ম্যাচ জিতল রাজস্থান। টসে জিতে বোলিং নেয় রাজস্থান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম আজ রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে দিল্লি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৯.৪ ওভারে সেই রান চেস করে ম্যাচ যেতে রাজস্থান।
দিল্লির হয়ে ওপেন করেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ। দুজনেই আজ রান সংগ্রহ করতে ব্যর্থ হন। পৃথ্বী ৫ বলে ২ এবং ধাওয়ান ১১ বলে ৯ রান করে আউট হন। উভয়ই জয়দেভ উনাদকাতের বলে ক্যাচ আউট হন। এরপর আজিঙ্কে রাহানে ৮ বলে ৮ রান করেন। মার্কাস স্টোইনিস ৫ বলে ০ রানে ফেরেন। দলের ৩৭ রানের মাথায় ৪টি উইকেটের পতন হয়। ঋষভ পন্থ ৩২ বলে ৫১ রান করে দলকে খাদ থেকে টেনে তোলেন। ললিত যাদভ ২৪ বলে ২০, টম কুরান ১৬ বলে ২১ করেন। আশ্বিন ৪ বলে ৭ রান সংগ্রহ করে আউট হন। ১১ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন ওকস রাজস্থানের হয়ে সর্বাধিক উইকেট নেন উনাদকাত। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। মুস্তাফিজুর রহমান ২টি ও মরিস ১টি উইকেট নেন।
অন্যদিকে রাজস্থানের ওপেনিং স্লট রান তুলতে ব্যর্থ হয়। বাটলার ৭ বলে ২ ও মনন ভোহরা ১১ বলে ৯ রান সংগ্রহ করেন। উভয়ই ক্রিস ওকসের বলে ক্যাচ আউট হন। অধিনায়ক সঞ্জু স্যামসন ৪ রান করে রাবাডার বলে ক্যাচ আউট হন। শিবম দুবে ও রিয়ান পরাগ ২ রান করে আবেশ খানের দ্বারা আউট হন। দলের ৪২ রানের মাথায় ৬টি উইকেটের পতন হয়। ডেভিড মিলার আজ স্টোকেসের জায়গায় দলে আসেন। শুধু তাই হয় দলে তিনি লজ্জাজনক রান থেকে টেনে তোলেন। ৪৩ বলে ৬২ রান করেন তিনি।
তেওয়াটিয়া ১৭ বলে ১৯ করে আউট হন। ম্যাচ যখন খাদের কিনারায় দাঁড়িয়ে তখন ক্রিস মরিস ও জয়দেভ উনাদকাত ক্রিজে থেকে দলকে জেতান। মরিস ১৮ বলে ৩৬ রানের দুর্দান্ত নক খেলেন। নজরকারা একটি ৬ মেরে ম্যাচ শেষ করেন তিনি। ডেভিড মিলারের পাশাপাশি তাঁর এই ইনিংস দলকে জয়ের শিরপা এনে দেয়। উনাদকাত ১১ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে সর্বাধিক উইকেট নেন আবেশ খান। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। ক্রিস ওকস ও রাবাডা ২টি করে উইকেট নেন।
