Connect with us

Cricket News

ভিডিও: লম্বা দৌড় দিয়ে ডাইভ মেরে ক্যাচ নিলেন রবি বিষ্ণৌই, ০ রানে নারিনকে ফেরত পাঠালেন

  • by

Advertisement

গতকাল পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের অন্যতম নজরকারা মুহূর্ত ছিল রবি বিষ্ণোইয়ের চমকপ্রদ ক্যাচ। আহমেদাবাদে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চলমান খেলায় রবি বিষ্ণোই একটি দুর্দান্ত ক্যাচ নিয়ে সুনীল নারিনকে ০ রানে ফেরত পাঠান। অধিনায়ক রাহুল মাঠে বিষ্ণোইয়ের অসাধারণ প্রচেষ্টায় বিস্মিত ছিলেন এবং ক্যাচের জন্য ফিল্ডিং কোচ ঝন্টি রোডেসের প্রশিক্ষণ অনুশীলনকে কৃতিত্ব দিয়েছিলেন।

কলকাতা নাইট রাইডার্সের ওপেনারদের আউট হওয়ার পর তৃতীয় ওভারে এই ঘটনা ঘটে। অর্শদ্বীপ সিংয়ের বলে নারিন বড় শট খেলতে যান প্রাথমিকভাবে মনে হয়েছিল বলটি বাউন্ডারি অতিক্রম করবে অথবা, যদি তা নাও হয়, সম্ভবত কোনও ফিল্ডারের হাতে পরবে না। কিন্তু রবি বিষ্ণোই লম্বা ছুটে গিয়ে ডাইভ মেরে ক্যাচটি নেন।

৫ উইকেটে পাঞ্জাবকে হারিয়ে জয়ের সারণীতে ফেরে কেকেআর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে ফিল্ডিং নেয় কেকেআর। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করে পাঞ্জাব। ১৬.৪ ওভারের মাথায় ৫ উইকেট হারিয়ে রান চেস করে নেয় কেকেআর।

Advertisement

#Trending

More in Cricket News