Connect with us

Cricket News

ঘরের মাঠে দুঃসহ নজির গড়লেন অশ্বিন, নিজের কেরিয়ারে প্রথমবার ঘটল এমন ঘটনা

Advertisement

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড দল চালকের আসনে ছিল। ভারতীয় ব্যাটসম্যানরা প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। রান পাননি কোহলি রোহিত রাহানেরা। অন্যদিকে ক্রিজে সেট হয়েও আউট হয়ে যান ওপেনার শুভমান গিল। বিরাট ১১ রানে এবং রাহানে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরত যান। ৭৩ রানে ৪ উইকেট হারায় ভারতীয় দল। অন্যদিকে উইকেটের পিছনে কিছুটা ব্যর্থ হলেও ব্যাট হাতে ৯১ রানের একটি ঝরো ইনিংস খেলেন পন্থ।

তবে প্রথম সিরিজে রবীচন্দ্রন অশ্বিন এক অসামান্য রেকর্ড সৃষ্টি করেন। ইংল্যান্ড দীর্ঘ সময় ধরে ব্যাটিং করার ফলে ভারতীয় বোলাররা ১৯০ ওভারের কাছাকাছি বল করেন। অশ্বিন তার প্রথম ইনিংসে ৫৩ ওভারের বেশি বল করে রেকর্ড তৈরি করেন। শুধু তাই নয় নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি সব থেকে বেশি ওভার বল করলেন।মোট পাঁচটি ম্যাচে এক ইনিংসে ৫০ ওভার বা তাঁর বেশি ওভার বল করে দুঃসহ নজির সৃষ্টি করলেন রবীচন্দ্রন অশ্বিন।

একনজরে দেখে নিন অশ্বিনের এক ইনিংসে ৫০ ওভারের বেশি বোলিং রেকর্ডঃ

ভারত বনাম ইংল্যান্ড (চেন্নাই ২০২১-২২) ৫৩.১ ওভার

ভারত বনাম অস্ট্রেলিয়া (অ্যাডিলেড ২০১১-১২) ৫৩ ওভার।

ভারত বনাম অস্ট্রেলিয় (অ্যাডিলেড ২০১৮-১৯) ৫২.৫ ওভার।

ভারত বনাম ইংল্যান্ড (কলকাতা ২০১২-১৩) ৫২.৩ ওভার।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (মুম্বই ২০১১-১২) ৫২.১ ওভার।

ভারত তাদের দ্বিতীয় ইনিংসের একটি নিখুঁত শুরু করেছে। স্পিনার অশ্বিন ইনিংসের প্রথম বলে ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান রোরি বার্নসকে আউট করেন। ইতিমধ্যে আরও দুটি উইকেট নিয়েছেন আশ্বিন। ইংল্যান্ড এখন ৪ উইকেট হারিয়ে ১০০ রানে ব্যাটিং করছে, ক্রিজে আছেন জো রুট এবং পোপ।

Advertisement

#Trending

More in Cricket News