
গত কয়েক মাস ধরে ভারতীয় ক্রিকেটে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। প্রথমত ভারতীয় দলের প্রধান কোচ পরিবর্তন করল বিসিসিআই। দীর্ঘ চার বছর পর রবি শাস্ত্রির হাত থেকে ভারতীয় দলকে কেড়ে নিয়ে কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের হাতে সমর্পণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়া ভারতীয় দলে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার আগমন। ক্রিকেটার তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছেড়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি। তার স্থানে ইতিমধ্যে ভারতীয় দলের জন্য সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে নেতা হয়েছেন রোহিত শর্মা। যদিও টেস্ট ক্রিকেটের নতুন নেতার নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় দলে বিশাল পরিবর্তন লক্ষ্য রেখে প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী এদিন রাহুল দ্রাবিড়কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। পাক ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে বলতে গিয়ে রবি শাস্ত্রী বলেন,”যে কোন দলের জন্য পরিবর্তন অপরিহার্য অংশ। আগামী আট থেকে দশ মাস আরো একাধিক পরিবর্তন দেখা যাবে ভারতীয় দলে। আর রাহুল দ্রাবিড়কে এই পরিবর্তন নিয়ে আসতে হবে। কখনো কখনো পরিবর্তনই আগামী দিনের জন্য নতুন দিশার সৃষ্টি করে। এই কয়েক মাসে আরো কয়েকটি পরিবর্তন এনে আগামী তিন চার বছরের জন্য ভারতীয় দলের গঠন করতে হবে রাহুল দ্রাবিড়কে।”
তিনি আরো বলেন,”কখনো কখনো ভবিষ্যতের কথা ভেবে পরিবর্তন প্রয়োজন হয়। আর এটাই সবচেয়ে উপযুক্ত সময়। আগামী কয়েক মাস ছোটখাটো কয়েকটি ভুল করতে পারেন রাহুল দ্রাবিড়। তবে মাস ছয়েকের মধ্যে সমস্ত ভুল শুধরে আগামী দিনের জন্য পরিকল্পনা করতে হবে। তারুণ্যের সন্ধান করতে হবে রাহুল দ্রাবিড়কে। যত বেশি তরুণ ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত হবেন ঠিক ততো বেশি দল সঙ্ঘবদ্ধ হবে। একে অন্যের সঙ্গে দীর্ঘদিন ধরে সখ্যতার বন্ধনে আবদ্ধ হতে পারবেন ক্রিকেটাররা। তবে খুব দ্রুত ভারতীয় দলে পরিবর্তন নিয়ে আসতে হবে রাহুলকে।
